জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেটের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তাঁর ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারকে ছাপিয়ে গেছে তাঁর মাত্র ছয় মাসের রাজনৈতিক জীবন। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি ও দর্শকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব তাঁর রাজনৈতিক জীবন প্রসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখনও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন।
আরও পড়ুন- Salman Khan Death Threat: ‘সলমানকে মেরে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে চাই, অনুপ্রেরণা লরেন্স বিষ্ণোই’, জেরায় আজব দাবি যুবকের…
সাক্ষাত্কারে সাকিব বলেন, “রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়, তবে ভবিষ্যতে অন্য কেউ যোগ দিলেও তা ভুল হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী—যে কেউ রাজনীতিতে আসতে পারে। এটা প্রত্যেক নাগরিকের অধিকার। ভোট দেওয়া বা না দেওয়া জনগণের সিদ্ধান্ত। আমি যখন এসেছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি বিশ্বাস করি, তারা আমাকে চেয়েছিল। আমার এলাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি বিশ্বাস করি, আবার দাঁড়ালেও আমিই জিতব। আমি মাগুরার মানুষের সেবা করতে চেয়েছিলাম, তারা আমাকে সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত, আমি তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, এটা আমি মেনে নিয়েছি।”
কেন ক্রিকেটের পরিসর ছাড়িয়ে রাজনীতিতে যোগ দিলেন সাকিব? তিনি বলেন, “পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভেতরে আসতে হয়। বাইরে থেকে সিস্টেম বদলানো সম্ভব নয়। যারা দেশ চালাচ্ছে, তারা সিস্টেমের বাইরে থাকলে কি কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারত? যারা আমার রাজনীতিতে আসাকে ভুল বলে, তারা বেশিরভাগই মাগুরার ভোটার নয়। মাগুরার মানুষ ভিন্নভাবে ভাবে। আমি বিশ্বাস করি, আজ নির্বাচনে দাঁড়ালে তারা আমাকেই ভোট দেবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারি।”
আরও পড়ুন- Azmeri Haque Badhon: ‘আমি ভুল স্বীকার করি, কোনও অনুশোচনা নেই…’
ছয় মাসের রাজনৈতিক জীবন নিয়ে সাকিব বলেন, “নির্বাচনের পর আমি মাত্র তিন দিন মাগুরায় ছিলাম। বাকি সময় ক্রিকেট খেলেছি আর দেশের বাইরে ছিলাম। রাজনীতিতে পুরোপুরি জড়ানোর সময়ই পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন, ‘রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মন দাও।’ আমি সেই পরামর্শ মেনে চলেছি। আমার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়নস ট্রফির পর ধীরে ধীরে রাজনীতিতে মনোযোগ দেওয়া। কিন্তু আমার মূল লক্ষ্য ছিল মানুষের জন্য কাজ করা।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)