<p>আজ <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে আরও একটা রুদ্ধশ্বাস লড়াইয়ের সম্ভাবনা। মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। দুটো দলই নিজেদের আগের ম্যাচ হেরেছে। ঘরের মাঠে জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্য়াচে হারতে হয়েছে রাজস্থান রয়্যালস শিবিরক। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তাঁদের শেষ ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে হেরে গিয়েছিল। আজ দুই দলের মুখোমুখি মহারণে কে শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার। </p>
<p>আইপিএলের ইতিহাসে দু দলের মুখোমুখি মহারণে ২০২২ সাল থেকে ধরলে একটু হলেও এগিয়ে রাজস্থান শিবির। এখনও পর্যন্ত মোট ২৯বার দুদল আমনে সামনে হয়েছে। সেখানে ১৫ ম্য়াচ জিতেছে রাজস্থান শিবির। অন্য়দিকে ১৪ ম্য়াচ জিতেছে দিল্লি শিবির। যদিও নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসই এগিয়ে। ৯ বার মুখোমুখি হয় ৬ বার জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি শিবির। ৩ বার জিতেছে রাজস্থান শিবির। </p>
<p>দিল্লি ক্যাপিটালস শিবিরে ওপেনিংয়ে জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের অফফর্ম চিন্তার কারণ দলের। চলতি টুর্নামেন্টে একেবারেই ছন্দে নেই অজি তারকা। আগের ম্য়াচ ফাফ ডু প্লেসি খেলেননি। চোটের জন্য তিনি একাদশে ছিলেন না। আবার আগের ম্য়াচে করুণ নায়ার সুযোগ পেয়েই ব্যাট হাতে তাক লাগিয়ে দিয়েছেন ৪০ বলে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি ব্যাটার। সেক্ষেত্রে এই ম্য়াচে করুণ নায়ারের ব্যাটিং অর্ডারে প্রোমোশন হতে পারে। তাঁকে ওপেনিংয়ে দেখা যেতে পারে ফাফ ডু প্লেসির সঙ্গে (যদি প্রোটিয়া তারকা একাদশে খেলেন)। এছাড়া বোলিং বিভাগে কোনও পরিবর্তন হয়ত হবে না। মিচেল স্টার্ক, মুকেশ কুমার পেস অ্য়াটাকে ও স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন কুলদীপ যাদব।</p>
<p>রাজস্থান শিবিরে সঞ্জু স্যামসন ধারাবাহিক রান পাচ্ছেন না। আগের ম্য়াচে যশস্বী জয়সওয়াল অর্ধশতরানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। নীতীশ রানা একটি ম্য়াচে অর্ধশতরানের ইনিংস খেললেও একনও পর্যন্ত ফ্লপই বলা চলে। মিডল অর্ডারে ধ্রুব জুড়েল একমাত্র ধারাবাহিকবাবে রান করছেন। শিমরন হেটমায়েরও দায়িত্ব নিয়ে ম্য়াচ জেতাতে ব্যর্থ দলকে। বোলিং বিভাগে আগের ম্য়াচে ফিরেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হয়ত আজকের ম্য়াচেও দেখা যেতে পারে শ্রীলঙ্কার তারকাকে। </p>
Source link
টস জিতলেন রাজস্থান অধিনায়ক স্যামসন, প্রথমে ব্যাটিং দিল্লি ক্যাপিটালসের
