<p><strong>কলকাতা:</strong> আর জি কর কাণ্ডে দোষীসাব্যস্ত একা সঞ্জয় রায়। তদন্তে ধোঁয়াশার দিকগুলো নিয়ে প্রশ্ন তুলে জনতার মধ্যে লিফলেট বিলি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। সেখানে অনেকগুলি প্রশ্ন তোলা হয়েছে। <br /> <br />১) অভয়ার পোস্ট মর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ, যা সম্ভবত কঠিন surface-এ আঘাতের কারণে হতে পারে। কিন্তু যদি ম্যাট্রেসে গলা চেপে খুন হয়, তবে scalp-এর নীচে রক্তক্ষরণ কীভাবে?<br /> <br />২) সেমিনার রুমে কোনও ধস্তাধস্তি বা রক্তের চিহ্ন পাওয়া যায়নি। তাহলে আঘাতটি কোথায় এবং কিসের দ্বারা হয়েছে? <br /> <br />৩) রিপোর্টে দেওয়াল বা অন্য কোথাও কোনও রক্ত বা নমুনার চিহ্ন নেই। তাহলে ঘটনাস্থল আদৌ কি সেমিনার রুম?<br /> <br />৪) অভয়ার মা-বাবাকে আত্মহত্যার কথা নন-মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপার ফোনে জানিয়েছিলেন। কেন তিনি আত্মহত্যার কথা বলেছিলেন এবং নন-মেডিক্যাল ব্যক্তি হয়ে কীভাবে বুঝলেন?</p>
<p>৫) অ্যাসিস্ট্যান্ট সুপারকে কেউ কি আত্মহত্যার কথা জানাতে বলেছিল? CBI চার্জশিটে তার স্<a title="টেট" href="https://bengali.abplive.com/topic/tet" data-type="interlinkingkeywords">টেট</a>মেন্ট কেন অন্তর্ভুক্ত করা হয়নি ?<br /> <br />৬) অভয়ার বাবা-মাকে সেমিনার রুমে ঢুকতে না দিয়ে ৩ ঘণ্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল কেন? </p>
<p>৭) কার নির্দেশে অভয়ার বাবা-মাকে সেমিনার রুমে ঢুকতে দেওয়া হয়নি?</p>
<p>৮) সেমিনার রুমে এত বহিরাগত ছিল কেন এবং তারা কী করছিল? <br /> <br />৯) অভয়ার বাবা-মাকে মৃতদেহের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি কেন?</p>
<p>১০) সৎকারে পুলিশের তাড়াহুড়ো কেন? </p>
<p>১১) কে বা কারা দ্রুত সৎকারের নির্দেশ দিয়েছিল?<br /> <br />১২) চেস্ট ডিপার্টমেন্টের সিসিটিভিতে সঞ্জয় রায়-সহ অন্যদের দেখা গেলেও, বাকিদের চিহ্নিত করা হল না কেন?</p>
<p>১৩) তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি?<br /> <br />১৪) অভয়ার মৃতদেহ যে ম্যাট্রেসের ওপর পাওয়া যায়, তার ওপর বিছানো চাদর পরিপাটি করে সাজানো। ল্যাপটপ, ব্যাগ, পাশে রাখা জুতো – সবই খুব গুছিয়ে রাখা। ধর্ষণ, খুনের পর কীভাবে সবকিছু এরকম পরিপাটি ভাবে থাকতে পারে?<br /> <br />১৫) সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের রিপোর্টে নির্যাতিতার যৌনাঙ্গ ও পায়ুর স্যাম্পলে অন্তত অন্য একজনের DNA পাওয়া গেছে। কে সে? </p>
<p>১৬) ২১ অগাস্ট CBI-কে এই তথ্য দেওয়া হলেও, এবিষয়ে তদন্তে অগ্রগতি হল না কেন?<br /> <br />১৭) আর জি কর মেডিক্যাল কলেজে এত বিল্ডিং থাকতে সংস্কারের জন্য প্রথম ভাঙচুর সেমিনার রুম লাগোয়া ঘরেই কেন করা হল?<br /> <br />১৮) অভয়ার পোস্ট মর্টেমে যে বিপুল পরিমাণ আঘাতের উল্লেখ আছে, তা কোনও ভাবে একার পক্ষে অল্প সময়ে করা সম্ভব নয়। CBI সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করলেও, প্রাথমিক চার্জশিটে তার কোনও উল্লেখ নেই। কেন দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ করে তদন্ত প্রক্রিয়া এগনো যাচ্ছে না? </p>
<p>১৯) কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে?<br /> <br />২০) দেশের স্বাধীনতার ৭৭ বছর পরেও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে কেন?</p>
<p>আরও পড়ুন, <a title="ওপার বাংলা থেকে এসে কেটে নিল ফসল, প্রতিবাদে পাথরের আঘাতে আহত এক ভারতীয় !" href="https://bengali.abplive.com/district/bangladesh-india-border-indian-malda-resident-attacked-by-bangladeshi-due-to-protest-against-tree-cutting-1116166" target="_self">ওপার বাংলা থেকে এসে কেটে নিল ফসল, প্রতিবাদে পাথরের আঘাতে আহত এক ভারতীয় !</a></p>
Source link
RG কর কাণ্ডে দোষীসাব্যস্ত একা সঞ্জয় রায়, ‘তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি ?..

+ There are no comments
Add yours