লখনউ: ১১ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছিল লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants। কিন্তু চোটের জন্য শুরু থেকেই দেখা যায়নি ময়ঙ্ক যাদবকে (Mayank Yadav)। শোনা যাচ্ছিল আইপিএলের মাঝেই দলের সঙ্গে যোগ দেবেন তরুণ এই ফাস্ট বোলার। কিন্তু নির্দিষ্ট কোন তারিখে তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন, সে বিষয় কোনও নিশ্চয়তা ছিল না এতদিন। এবার সেই বিষয়ও দলের তরফেই জানিয়ে দেওয়া হল যে আগামী ১৯ এপ্রিল লখনউ শিবিরে যোগ দিতে পারেন ময়ঙ্ক যাদব। সেদিন লখনউ বনাম রাজস্থান মহারণ রয়েছে। সেই ম্যাচের আগেই পন্থদের দলে যোগ দিতে চলেছেন তরুণ পেসার।
ESPN ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী আগামী ১৯ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে স্যামসনদের বিরুদ্ধে ম্যাচে লখনউ একাদশে দেখা যেতে পারে ময়ঙ্ককে। সেক্ষেত্রে তা পন্থ বাহিনীর জন্য বিশাল প্রাপ্তি হবে। এলএসজি তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে ময়ঙ্ককে টিম হোটেলে অভ্যর্থনা জানানো হচ্ছে দারুণভাবে। একইসঙ্গে এটাও দেখানো হয়েছে যে ময়ঙ্ক হোটেলের স্টাফদের অটোগ্রাফের আবদারও মেটাচ্ছেন।
২০২৪ সাল থেকেই পিঠে ব্যথায় ভুগছিলেন ময়ঙ্ক। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই চোটের কবলে পড়েন ময়ঙ্ক। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিলেন তিনি। এরপর থেকে পুরো ঘরোয়া মরশুমে চোটের জন্য খেলতে পারেননি তরুণ পেসার।
গত মরশুমে মাত্র চারটি ম্য়াচ খেলেছিলেন লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে। কিন্তু ময়ঙ্ককে ১১ কোটি টাকা দিয়ে এবার নিলামের আগে রিটেন করেছিল লখনউ শিবির। সূত্রের খবর, বিসিসিআইয়ের সবুজ সংকেত মিলেছে। তিনি নাকি পুরো ফিট হয়ে উঠেছেন। তবে লখনউ শিবিরে যোগ দিলেও এই শিবিরের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আপাতত থাকবেন ময়ঙ্ক।
এর আগে টু্রনামেন্টের শুরুতে মহসিন খান ছিটকে গিয়েছিলেন। যিনি লখনউ সুপারজায়ান্টস দলের সদস্য ছিলেন। তাঁর পরিবর্তে অবশেষে শার্দুল ঠাকুরকে দলে নিয়েছি লখনউ শিবির।
এই মুহূর্তে লখনউ সুপারজায়ান্টস ৭ ম্যাচে ৪টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছেন। ঝুলিতে আট পয়েন্ট পুরে নিয়েছে পন্থের দল। নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে লখনউ সুপারজায়ান্টসকে। আপাতত ১৯ এপ্রিল রাজস্থান ম্যাচের দিকেই তাকিয়ে পন্থ শিবির। সেই ম্যাচে ময়ঙ্ক খেললে তা অবশ্যই বাড়তি পাওনা পন্থদের কাছে।
আরও দেখুন