এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ‘কালীঘাটের কাকু’, চার্জগঠন নিয়ে অনিশ্চিয়তা
<p><strong>কলকাতা: </strong>বিএম বিড়লা থেকে অ্য়াপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হল সুজয়কৃষ্ণ ভদ্রকে (Kalighater Kaku Health Update)। ভর্তি করা হয়েছে গ্য়াসট্রোসায়েন্সেস ও লিভার ডিপার্টমেন্টে। ফলে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় আগামীকাল চার্জগঠন নিয়েই রয়েছে অনিশ্চিয়তা।</p>
<p>প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র মামলায় কি বুধবার চার্জগঠন সম্ভব হবে? সেই সংশয় থেকেই যাচ্ছে। কারণ, অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এখনও হাসপাতালে। বুধবার, তাঁকে বিএম বিড়লা হাসপাতাল থেকে অ্য়াপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, চার্জ গঠনের জন্য় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, সোমবার আদালতে আসার সময় ফের অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু। তাঁকে প্রথমে SSKM ও পরে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের দাবি, হাসপাতালের তরফে ED-কে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্রর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই। কালীঘাটের কাকুকে মাল্টিস্পেশালিটি কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। <br /><br />কিন্তু, কী হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রর? কেন তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন? সে সম্পর্কে মুখ খোলেনি বি এম বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে কাকুর বাইপাস সার্জারি হয়। MRI-এর পরিকাঠামো বিএম বিড়লায় নেই। তাই সরানো হয়। সাড়ে ৫টার পর অ্য়াম্বুল্য়ান্স প্রস্তুত করা হয়। বুধবার কালীঘাটের কাকুকে আনা হয় অ্য়াপোলো হাসপাতালে। ভর্তি করা হয় গ্য়াসট্রোসায়েন্সেস ও লিভার ডিপার্টমেন্টে।</p>
<p>প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-র মামলায় গত ১৩ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>। ওইদিনই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে সোমবার সব অভিযুক্তকে ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়। <a title="পার্থ চট্টোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/partha-chatterjee" data-type="interlinkingkeywords">পার্থ চট্টোপাধ্যায়</a>, <a title="অর্পিতা মুখোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/arpita-mukherjee" data-type="interlinkingkeywords">অর্পিতা মুখোপাধ্যায়</a>, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা হাজির হলেও অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয়কৃষ্ণ ভদ্র। যার জেরে থমকে যায় চার্জ গঠন। সেদিনই বিচারক নির্দেশ দেন বৃহস্পতিবারের মধ্যে সুজয়কৃষ্ণ ভদ্রর মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তারপর চার্জগঠন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। কিন্তু, কালীঘাটের কাকু হাসপাতালে ভর্তি থাকায়, চার্জগঠন আদৌ সম্ভব হবে? সেটাই এখন প্রশ্ন। <br /><br /></p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="Fake Medicine: জাল ওষুধ কিনে গেছেন আপনিও? আশঙ্কার মাঝেই উদ্বেগ প্রকাশ ওষুধ ব্যবসায়ীদের" href="https://bengali.abplive.com/district/kolkata-fake-medicine-racket-pharmaceutical-traders-express-concern-1113294" target="_self">Fake Medicine: জাল ওষুধ কিনে গেছেন আপনিও? আশঙ্কার মাঝেই উদ্বেগ প্রকাশ ওষুধ ব্যবসায়ীদের</a></strong></p>
Source link