NOW READING:
East Bengal | Cleiton Silva: ক্লেটনকে ছেঁটেই ফেলল ইস্টবেঙ্গল! কোচের সঙ্গে ঝামেলার জেরেই সিদ্ধান্ত?
April 16, 2025

East Bengal | Cleiton Silva: ক্লেটনকে ছেঁটেই ফেলল ইস্টবেঙ্গল! কোচের সঙ্গে ঝামেলার জেরেই সিদ্ধান্ত?

East Bengal | Cleiton Silva: ক্লেটনকে ছেঁটেই ফেলল ইস্টবেঙ্গল! কোচের সঙ্গে ঝামেলার জেরেই সিদ্ধান্ত?
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্বাভাস ছিল আগেই, আর এবার জল্পনাই সত্যি হল। সুপার কাপের (Kalinga Super Cup 2025) আগেই বিরাট সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাব ‘গোল্ডেন হ্যান্ডশেক’ সেরে ফেলল দলের মহাতারকা ক্লেটন সিলভার (Cleiton Silva) সঙ্গে। বুধবার বিকালেই সরকারি বিবৃতি দিয়ে লাল-হলুদ জানিয়ে দিল যে, দুই পক্ষের সম্মতিতেই পথ আলাদা হয়ে গেল। 

আরও পড়ুন: নাইটদের লজ্জার হার, ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! শাহরুখের দলের দুই তারকারই…

ক্লেটনকে যে ইস্টবেঙ্গল ছাঁটাই করবে তা বেশ কিছুদিন ধরেই বোঝা যাচ্ছিল। টাইমলাইন ধরে ঘটনা পরম্পরা সাজালেই জলের মতো পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলি। সূত্রপাত গত রবিবার, নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে চেন্নাইয়িনের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রস্তুতি ম্যাচে। আনোয়ার আলির গোলে ম্যাচ ১-০ জিতেছিল ইস্টবেঙ্গল। মনের মতো জায়গায় খেলতে না পাওয়ায়, ক্লেটন চটে গিয়েছিলেন বলেই জানা গিয়েছিল। এরপরই তিনি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁকে মাঠের মধ্যে চরম অসম্মান করেছিলেন ক্লেটন। ভক্তদের নয়নের মণি অশ্রাব্য গালিগালাজ করেছিলেন স্প্যানিশ কোচকে। মাঠে নামার ৩০-৪০ সেকেন্ডের মধ্যেই ক্লেটন মাঠ ছেড়েছিলেন কোচের কথায় কর্ণপাত না করে। ওই দিন থেকেই শুরু ঝামেলার।

গতকাল, পয়লা বৈশাখের সকালে ইস্টবেঙ্গল, নিজেদের মাঠে বারপুজোর সঙ্গেই রেখেছিল সিনিয়র দলের অনুশীলন। ভরা মিডিয়ার সামনেই কোচের সঙ্গে ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছিলেন ক্লেটন। এরপর মূল দলের সঙ্গে তাঁকে অনুশীলন করতে দেওয়া হয়নি। এরপর ব্রাজিলীয় মহাতারকা আর মাথা ঠিক রাখতে পারেননি। কোচকে ফের অসম্মান করেছিলেন। ব্রুজোঁর সঙ্গে অশালীন আচরণ করার পরেও কোচ কোনও শব্দ খরচ করেননি। এরপরেই বোঝা গিয়েছিল যে, ক্লেটন নিজেই নিজের কফিনে শেষ পেরেক পুঁতে ফেলেছেন। বুধবার, আজও ক্লেটনকে অনুশীলন করতে দেওয়া হয়নি। তিনি মাঠে আসলেও, ফিরিয়ে দেওয়া হয়। আর তার কয়েক ঘণ্টা পরেই চলে এল ক্লেটন বিদায়ের বার্তা।

৩৮ বছরের তারকা সামলেছেন ইস্টবেঙ্গলের অধিনায়কত্বও। তাঁর গোলেই গতবার সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। নিজের আচরণেই ক্লেটনের ছুটি হয়ে গেল ইস্টবেঙ্গলে। বর্তমান থেকে প্রাক্তন হয়ে গেলেন তিনি। ২০২২ সালে ইস্টবেঙ্গলে সই করা ক্লেটন লাল-হলুদ জার্সিতে ৫৮ ম্যাচে ২০ গোল করেছেন তিনি। যদিও ক্লেটনকে প্রথম দিন থেকেই অস্কার পছন্দ করেন না বলেই জানা গিয়েছিল। অবশেষে ঠান্ডা যুদ্ধের অবসান। দু’দিন আগে নাওরেম মহেশকে ইস্টবেঙ্গলের অধিনায়ক করার সিদ্ধান্তও কোথাও বুঝিয়ে দিয়েছিল যে, এবার ক্লেটনের বিদায় আসন্ন!

আরও পড়ুন: ‘অসম্ভব’, আয়নার প্রতিফলনে খুব কাছে দুই অঙ্গ! যুজির সঙ্গে সম্পর্কে সিলমোহর মহভাশের?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link