নয়াদিল্লি: জল্পনায় সিলমোহর পড়ল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই জাতীয় দলের দায়িত্ব ছেড়েছিলেন। জল্পনা ছিল আইপিএলে তাঁকে দেখতে পাওয়া যাবে। হালে একাধিক রিপোর্টে দাবি করা হয় যে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) রাজস্থান রয়্যালসেই (Rajasthan Royals) ফিরছেন। সেই জল্পনাই সত্যি হল। রাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে।

২০১৪ সালে এই রাজস্থান রয়্যালস থেকেই মাঠের অপরপ্রান্তে দ্রাবিড়ের যাত্র শুরু হয়েছিল। অধিনায়ক থেকে দলের মেন্টর হয়েছিলেন তিনি। এক দশক পরে সেখানেই ফিরলেন ‘জ্যামি’। এক বিশেষ ভিডিওর মাধ্যমেই দ্রাবিড়ের প্রত্যাবর্তনের কথা রাজস্থান রয়্যালসের তরফে ঘোষণা করা হয়। কুমার সাঙ্গাকারা রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব পালন করলেও, দলের কোচের পদ ফাঁকাই ছিল। সেই পদে আসীন হলেন দ্রাবিড়। দ্রাবিড় সঙ্গে সঙ্গেই দলের হয়ে কাজ করা শুরু করবেন এবং সাঙ্গাকারার সঙ্গে মিলে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটীয় পরিকল্পনা নির্ধারিত করবেন বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে। 

রিটেনশন এবং বাকি না না বিষয়ে ইতিমধ্যে রাহুল ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করা শুরু করে দিয়েছেন বলে জানানো হয়। দ্রাবিড়ের নিজের মতে এটাই নতুন চ্যালেঞ্জ নেওয়ার আদর্শ সময়। তিনি এক বিবৃতিতে বলেন, ‘অতীতে যে ফ্র্যাঞ্চাইজিকে আমি দীর্ঘদিন নিজের ভেবেছি, সেখানে আবার ফিরতে পেরে বেশ সন্তুষ্ট আমি। বিশ্বকাপের পর আমার মতে এটাই নতুন চ্যালেঞ্জ নেওয়ার আদর্শ সময় এবং তার জন্য রয়্যালস একদম সঠিক জায়গা। কুমাররা এই কয়েকদিনে প্রচুর খাটা খাটনি করেছেন যার ফল ফ্র্যাঞ্চাইজি পেয়েছে। আমাদের কাছে যেমন প্রতিভা রয়েছে, তাতে দলকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার এটা বড় সুযোগ। নতুন শুরুর জন্য আমি মুখিয়ে রয়েছি।’ 

প্রধান কোচের অনুপস্থিতিতে ডিরেক্টর অফ ক্রিকেট সাঙ্গাকারাই গত চার মরশুমে দলকে কোচিং করিয়েছেন। তিনি কিন্তু দ্রাবিড়ের কোচ হওয়ার সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন। কিংবদন্তি সাঙ্গাকারা বলেন, ‘রাহুল সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। তবে বিগত এক দশকে কোচ হিসাবে ও যা সাফল্য পেয়েছে, তা অবিশ্বাস্য। ও প্রতিভাবানদের যেভাবে এগিয়ে দেয়, তাদের ধারাবাহিক পারফর্ম করতে উদ্বুদ্ধ করে, তা ফ্র্যাঞ্চাইজিকে খেতাবের জন্য চ্যালেঞ্জ জানাতে সাহায্য করবে। ওর সঙ্গে দলের বিষয়ে ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে আমার। দলকে সাফল্য এনে দিতে মুখিয়ে রয়েছ ও।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পডুন: আইপিএল নিলামে রোহিত শর্মাকে দলে নিতে ঝাঁপাবে লখনউ সুপার জায়ান্টস? কী বললেন দলের কর্ণধার? 

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *