চেন্নাই: চেন্নাই সুপার কিংসের(Chennai Super Kings) ভবিষ্যৎ কী? আর মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), সিএসকে-র (CSK) সবচেয়ে সফল আর আলোচিত মুখ, তাঁর কী হবে? ভারত তথা বিশ্ব ক্রিকেটের প্রাক্তন সর্বময় কর্তা নারায়ণস্বামী শ্রীনিবাসনের  (N Srinivasan) ক্রিকেট সংযোগও কি শেষ?

এরকমই এক ঝাঁক প্রশ্ন আচমকাই ঘুরপাক খেতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। কারণ, ইন্ডিয়া সিমেন্টসের মালিকানা হস্তান্তর হয়ে গেল। রবিবার, ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল যে, আল্ট্রাটেক সিমেন্টের হাতে যাচ্ছে ইন্ডিয়া সিমেন্টস। যা দেশের সিমেন্ট ব্যবসায় বড়সড় রদবদল। তারপর থেকেই ধোনি, সিএসকে, শ্রীনিবাসন – সব কিছু নিয়েই আলোচনা হচ্ছে। কারণ, ইন্ডিয়া সিমেন্টসের কর্ণধার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট শ্রীনিবাসন। আর সিএসকে আইপিএল দলটিও সেই ইন্ডিয়া সিমেন্টসেরই।

যদিও ইন্ডিয়া সিমেন্টসের মালিকানার হাতবদল বা আল্ট্রাটেক সিমেন্টের সঙ্গে সংযোজন ক্রিকেটের ওপর কোনও প্রভাব পড়বে না বলেই খবর। আইপিএলে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে সবচেয়ে বেশিবার আইপিএল জয়ের নজির রয়েছে সিএসকের। জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংসের মালিকানা হস্তান্তর হচ্ছে না। তা থাকছে শ্রীনিবাসন ও তাঁর পরিবারের হাতেই। 

যদিও এ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কারণ, ইন্ডিয়া সিমেন্টসের ৩৩.৭২ শতাংশ শেয়ার বিক্রি হয়ে গিয়েছে আদিত্য বিড়লা গ্রুপের কাছে। ইন্ডিয়া সিমেন্টসই সিএসকে-র মালিকপক্ষ। সিএসকে আর ইন্ডিয়া সিমেন্টসের হাতে থাকছে না। আপাতত সিএসকে একটি স্বাধীন সংস্থা হিসাবেই পরিচালিত হবে। বিভিন্ন শেয়ারহোল্ডাররা এখন সিএসকে-র মালিক হিসাবে থাকবেন। 

সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন বলেছেন, ‘চেন্নাই সুপার কিংস ও ইন্ডিয়া সিমেন্টস দুটি পৃথক সংস্থা। ইন্ডিয়া সিমেন্টস আর সিএসকে-র নিয়ন্ত্রক নয়। ক্রিকেট দল এখন থেকে পরিচালনা করবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড (CSKCL) নামক সংস্থা।’

বিশ্বনাথন আপাতত রয়েছেন মার্কিন মুলুকে। সেখানে চলছে মেজর লিগ ক্রিকেট। যেখানে চেন্নাই সুপার কিংসের শাখা দল খেলে। ডালাস সুপার কিংস নামে। বিশ্বনাতন জানিয়েছেন, সিএসকে মালিকানার একটা বড় অংশের মালিকানা এখনও থাকছে এন শ্রীনিবাসন, তাঁর স্ত্রী চিত্রা শ্রীনিবাসন, কন্যা রূপা গুরুনাথের হাতে। যদিও চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের চেয়ারম্যান এন শ্রীনিবাসন নন, বরং আর শ্রীনিবাসন নামের এক ব্যক্তি।

ইন্ডিয়া সিমেন্টসে একশোর বেশি ক্রিকেটারও বিভিন্ন পদে কর্মরত। যাঁদের মধ্যে আছেন ধোনি নিজে। তিনি ছাড়াও রয়েছেন রাহুল দ্রাবিড়, দীনেশ কার্তিক, আর অশ্বিন, এস বদ্রীনাথ, লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ, এস বেঙ্কটরাঘবন প্রমুখ।

ধোনি কি পরের আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন? নির্ভর করছে কতজনকে রিটেন করা যাচ্ছে, তার ওপর। শোনা যাচ্ছে, এ নিয়ে ধোনির সঙ্গে শ্রীনিবাসনের আলোচনাও হয়ে গিয়েছে। যদি নিয়ম পাল্টে ৫ বা ৬ জন ক্রিকেটারকে রিটেন করতে দেওয়া হয়, তাহলেই ধোনি সিএসকে-র জার্সিতে খেলা চালিয়ে যেতে পারেন।

আরও পড়ুন: প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে ইরাককে ৩-১ গোলে চূর্ণ করল আর্জেন্তিনা, কোয়ার্টার ফাইনালে স্পেন

 

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *