# Tags
#Blog

নৈহাটিতে বড় মা-এর কাছে মুখ্যমন্ত্রী, এলাকার উন্নয়নে নতুন কোন ঘোষণা তাঁর ?

নৈহাটিতে বড় মা-এর কাছে মুখ্যমন্ত্রী,  এলাকার উন্নয়নে নতুন কোন ঘোষণা তাঁর ?
Listen to this article


উত্তর ২৪ পরগনা: সদ্য উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। যেখানে ৬ কেন্দ্রেই সবুজ ঝড়। বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রার্থীরা। এমনই এক আবহে এদিন বড়-মার মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এলাকাবাসীর জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’ বড় মায়ের মন্দিরে যাতায়াতের জন্য যে ফেরিঘাটের ব্যবহার করা হয়, তার নব নামকরণ হবে মায়ের নামে। এবং আমি রাজ্য সভার সাংসদ তহবিল থেকে এই ফেরিঘাটের মান উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা প্রদান করব। এছাড়াও এই অঞ্চলে বসবে উচ্চ বাতিস্তম্ভ। এবং পুলিশফাঁড়ি। এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য, এলাকার সকল জনপ্রতিনিধি-সহ মা-মাটি-মানুষের সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।’

উপনির্বাচনের সকালে বড়-মার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে অপেক্ষারত সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন নৈহাটির তৃণমূল প্রার্থী। কেন সাধারণের জন্য মন্দির বন্ধ , অথচ দর্শন করছেন রাজনীতিকরা, প্রশ্ন তুলেছিলেন অপেক্ষারত মানুষজন। উপনির্বাচনের ফল দেখল, তৃণমূল প্রার্থীকে খালি হাতে ফেরালেন না বড় মা। ভোট দিয়ে আশীর্বাদ করলেন নৈহাটির মানুষও। নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে। আগের থেকেও বেশি ব্যবধানে। আর এবার তাই বড় মার কাছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, চট্টগ্রামে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, উদ্বেগপ্রকাশ দিল্লির

মঙ্গলবার বিখ্যাত মন্দিরে পুজো দিলেন তিনি। রাজ্যে উপনির্বাচনে ৬টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয়ী হয়েছে। নৈহাটি উপনির্বাচনে জেতার পর, মুখ্যমন্ত্রীর বড়মা-র মন্দিরে পুজো দিতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নৈহাটির বড় মা এক সময় ভবেশ-কালী নামেই পরিচিত ছিল। ছিল বাড়ির পুজো, কিন্তু এখন বড় মা সর্বজনের। লাখো লাখো মানুষের আস্থার আশ্রয়।   তিনি হয়ে উঠেছেন গোটা নৈহাটির বড় মা। বড়-মা-র টানে সারা বছর দূর দূরান্ত , ভিনরাজ্য, এমনকী বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা। ভক্তমনে বিশ্বাস, বড়-মার কাছে সৎভাবে কিছু চাইলে তিনি ফেরান না। বড়-মার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তের উপর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal