রাণা দাস, পূর্ব বর্ধমান: বাংলাদেশের বাসিন্দা ভৃগুরাম দাসের নাম শুধু বাংলার ভোটার তালিকাতে নয় ,রয়েছে তাঁর নামে রেশন কার্ডও। মাসে মাসে রেশন উঠছে তাঁর নামে। রেশন কার্ডে তাঁকেই পরিবারের হেড দেখানো হয়েছে।
বাংলাদেশে থেকেও প্রতিমাসে তিন কেজি চাল ও ২ কেজি আটা পান ভৃগুরাম। তার ছেলের বক্তব্য বাবার নাম রেশন কার্ড থেকে কাটার জন্য তিনি আবেদন করবেন। অন্যদিকে রেশন ডিলারের বক্তব্য ভিগুরাম দাস এর পরিবারের সদস্যরা রেশন সামগ্রী তুলে নিয়ে যায়, তবে তিনি এবার খাদ্য দপ্তরকে বিষয়টি জানাবেন। পূর্বস্থলী কালেখাঁতলার এম আর নম্বর ১৩৮ শপের রেশনের গ্রাহক ভৃগুরাম দাস। পাঁচ সদস্যের রেশন কার্ডে হেড দেখানো রয়েছে ভৃগুরামকে।
ভৃগুরাম দাস বাংলাদেশে থাকলেও বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের রেশনের সামগ্রী পেয়ে আসছেন। তার ছেলে শিপন দাস (কোড) বলেন বাবার নাম রেশন কার্ডে আছে ঠিকই তবে এবার বাবার নাম তারা কাটিয়ে দেবে। অন্যদিকে রেশন ডিলার দিলীপ ঘোষের বক্তব্য, ভৃগুরাম দাসের নামে রেশন কার্ড রয়েছে। তার পরিবারের সদস্যরা রেশন তুলে নিয়ে যায়। তবে এবার তিনি বিষয়টি খাদ্য দফতরকে জানাবেন।
প্রসঙ্গত, কোথাও ভোটার আছে, নাম নেই! কোথাও নাম আছে, ভোটার নেই! বিধানসভা ভোটের একবছর আগে ভোটার তালিকায় ভূতুড়ে কাণ্ড! কিনতু, এই ভূতুড়ে ভোটাররা কারা? তা নিয়েই সমমুখ সমরে নেমেছে তৃণমূল এবং বিজেপি। বিজেপির দাবি, এই ভূতুড়ে ভোটারদের সিংহভাগই আদতে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা। যাদের নাম তালিকায় ঢোকাচ্ছে তৃণমূল।
অন্য়দিকে, তৃণমূলের দাবি, ভূতুড়ে ভোটারদের সিংহভাগ ভিন রাজ্য়ের। বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে যা করাচ্ছে। মঙ্গলবারও জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে অমিত মালব্য় অভিযোগ করেছেন, অবৈধ ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের বড় অংশকে পশ্চিমবঙ্গে থাকার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। পাল্টা কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ও জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এসে, দাবি করেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এপিক কার্ডে দেখা যাচ্ছে হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশের বাসিন্দার নাম।
আরও পড়ুন, কল্যাণী এক্সপ্রেসওয়ে ট্রলিকাণ্ডে কোন পথে তদন্ত ? ‘প্রথমে গলার নলি..’
সম্প্রতি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে।… তাহলে পশ্চিমবঙ্গ ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে, পশ্চিমবঙ্গে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকল? ২৪ ঘণ্টা পরই এর পাল্টা জবাবে অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
আরও দেখুন
+ There are no comments
Add yours