Bangladesh: ভারতকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বার্তা বাংলাদেশের!

Estimated read time 1 min read
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: নির্বাচন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন কিংবা  আইনশৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশে অভ্যন্তরীণ ইস্যু ভারতকে হস্তক্ষেপ না করার বার্তা দিল বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মহম্মদ রফিকুল আলম বলেন, ‘দিল্লির এই ধরণের মন্তব্য  বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন’।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ঘটনাটি ঠিক কী? বাংলাদেশ নিয়ে মন্তব্য় করেছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র। যা একেবারেই ভালোভাবে নেয়নি ঢাকা।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের আরও বক্তব্য, ‘ভারতীয় অপ্রচার যা আমরা দেখছি তার বেশিরভাগ বেসরকারি পর্যায়ের। বিভিন্ন মিডিয়া হাউস তাদের নিজেদের মতো করে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপ্রচার সঠিকভাবে মোকাবিলা করা খুব একটা সহজ ব্যাপার না। কিন্তু এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনার মধ্যে আছে এবং কীভাবে ভালো উপায়ে রেসপন্স করা যায় এই নিশ্চয়তা দিতে পারি’।
দিন কয়েক আগে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক হয়। মুখপাত্র বলেন, ‘বৈঠকে গঙ্গার জল বণ্টনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কারিগরি পর্যায়ের সভায় মূল আলোচ্য বিষয় ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য বিনিময়, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনার বিষয়টি এবং আরও অনেক বিষয়’। জানান, ‘কিছু বিষয়ের আলোচনায় কোনো সিদ্ধান্তে না আসতে পারার কারণে বৈঠকের পর কোনো মিনিটসে সই করা হয়নি। তবে এটি অস্বাভাবিক কিছু নয়। কোনো সভায় দুপক্ষ এক বা একাধিক বিষয়ে একমত না হলে মিনিটস স্বাক্ষর নাও হতে পারে। অতীতেও বিভিন্ন সভায় এরকম ঘটনা ঘটেছে। দু-পক্ষ পরে কূটনৈতিক মাধ্যমে মতৈক্যের ভিত্তিতে এটি স্বাক্ষর করার প্রচেষ্টা নেবে’।
আরও পড়ুন:  Employment Scam: ২২ জন ভুয়ো কর্মীকে নিয়ে ৮ বছরে ১৮ কোটি পকেটে! শিল্পের পর্যায়ে জালিয়াতি HR কর্তার
আরও পড়ুন:  Peeing in Soup | China Restaurant | গরম স্যুপে মিশেছে তাজা মূত্র, ৪ হাজার লোক খেয়েছেও! জনপ্রিয় রেস্তোরাঁর জঘন্য কারবার..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)


Updated By: Mar 13, 2025, 11:47 PM IST





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours