<p><strong>রাজা চট্টোপাধ্যায়, বানাহাট : </strong>মর্মান্তিক ! চা বাগানের নালায় পড়ে মৃত্যু হল এক হস্তি শাবকের। সন্তানের দেহ দেখে খেপে ওঠেন মা হাতি। ক্ষোভ বন দফতরের গাড়ি চুরমার করে দেয় । বরাত জোরে প্রাণে বাঁচলেন বন কর্মীরা। ঘটনাটি ঘটেছে বানাহাট ব্লকের অন্তর্গত কারবালা চা বাগানে ১৪ নং সেকশনে ১৫ নং ব্লক এলাকায়।</p>
<p><strong>কীভাবে ঘটল এই ঘটনা ?</strong></p>
<p>এদিন সকালে বাগানের শ্রমিকরা দেখতে পান, একটি হাতি বাগানের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছে। চোখ দিয়ে অঝোরে ঝরে পড়ছে জল। এই দৃশ্য দেখে বাগান শ্রমিকদের বুঝতে দেরি হয়নি যে, কোনো একটি ঘটনা ঘটেছে। কারণ সেই হাতিটি বারবার ছুটে যাচ্ছিল নালার কাছে। ফের এদিকে ওদিক প্রাণপণে ছোটাছুটি করছে। হাতিটিকে পাগলের মতো ছটফট করতে দেখেন তাঁরা। এই পরিস্থিতিতে শ্রমিকদের মধ্যেই কয়েকজন সাহস করে এগিয়ে যান। মা হাতির থেকে কিছুটা দূরে থাকা চা বাগানের নালার কাছে তাঁরা দেখতে পান, নালার মধ্যে একটি হস্তি শাবক মাটি চাপা পড়ে রয়েছে অর্ধেকটা। সেই কারণেই মা হাতি পাগলের মতো চিৎকার করছে এবং ছটফট করছে।</p>
<p>তড়িঘড়ি শ্রমিকরা খবর দেন বন দফতরের কর্মীদের। এদিকে বনকর্মীরা আসার আগেই মারা যায় হস্তি শাবকটি। মা হাতি আপ্রাণ চেষ্টা করে শাবককে বাঁচানোর। কিন্তু, সব চেষ্টা ব্যর্থ হয়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে হাতিটি। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতেই মা হাতি ক্ষোভে হামলা চালায় বন দফতরের গাড়িতে। যদিও বরাত জোরে গাড়ি থেকে ঝাঁপিয়ে প্রাণে বাঁচেন বনকর্মীরা। সেই সময় মর্মান্তিক দৃশ্য দেখা যায়, নালার মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে শাবক। পাশেই ঠায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে মা হাতি। ঘটনাস্থলে রয়েছেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। মৃত শাবকটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাঁরা।</p>
<p>চলতি বছরেই মে মাসে অস্বাভাবিক মৃত্যু হয় একটি হাতির (Elephnat Death)। ঘটনাটি ঘটে মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। হাতির মৃত্যুর খবর সামনে আসতেই বিভিন্ন গ্রাম থেকে তাকে দেখতে ভিড় জমে যায়। জানা যায়, সকালে স্থানীয়রা একটি সুপারি বাগানের কাছে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বন দফতরকে খবর দেন। ঘটনাস্থলে বনকর্মীরা আসেন। তবে হাতি মৃত্যু ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়। </p>
<p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></strong></p>
Source link
চা বাগানের নালায় পড়ে শাবক, চোখে জল নিয়ে দিশেহারা হয়ে ছোটাছুটি করছে মা হাতি ; মর্মান্তিক পরিণতি
Read Time:4 Minute, 10 Second