টোকিওর পুনরাবৃত্তি হবে? প্যারিস পা রেখেই লক্ষ্যস্থির করে ফেলেছে ভারতীয় হকি দল

Estimated read time 1 min read
Listen to this article


প্য়ারিস: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ব্রোঞ্জ এসেছিল ঝুলিতে। প্যারিসও কি তার পুনরাবৃত্তি হবে? অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চ থেকে আরও একটা পদক নিয়ে আসতে পারবে ভারতীয় হকি দল (Indian Hockey Team)? অলিম্পিক্সের মঞ্চে আরও একটা পদক জয়ের লক্ষ্যে শনিবার রাতে প্যারিস পা রাখল ভারতীয় হকি দল। ১৯৮০ সালে শেষবার হকিতে অলিম্পিক্সের মঞ্চে সোনা জিতেছিল ভারত। এরপর থেকে সোনা আসেনি। প্যারিসে তাই রুপো বা ব্রোঞ্জ নয়। সোনা জয়ের লক্ষ্যেই ঝাঁপাতে চলেছেন হরমনপ্রীত, হার্দিক, শ্রীজেশরা। 

হকি ইন্ডিয়ার তরফে সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় হকি দলের ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ”স্বপ্ন দেখা শুরু অলিম্পিক্সে পদক জয়ের। ভারতীয় হকি দল প্যারিস পৌঁছে গেল।” কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মণ্ডব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, ”ভারতীয় হকি দল প্যারিস পৌঁছে গেল। অলিম্পিক ভিলেজে পৌঁছে গেছেন প্লেয়াররা। সবাই পাশে থাকুন। আমাদের বিশ্বাস এই দলটাই পারবে পদক আনতে।”

 


এবারের অলিম্পিক্সে ভারতীয় হকি দল তাঁদের অভিযান শুরু করতে চলেছে আগামী ২৭ জুলাই। অর্থাৎ অলিম্পিক্স শুরু হওয়ার একদিন পর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলতে নামবে তারা। ২৯ জুলাই খেলা আর্জেন্টিনার সঙ্গে। ৩০ জুলাই ও ১ আগস্ট ভারত খেলবে যথাক্রমে আয়ারল্যান্ড ও বেলজিয়ামের সঙ্গে। ২ আগস্ট ভারতের খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে। ভারত রয়েছে বি গ্রুপে। সেরা চারটি দল এরপর নক আউটে পৌঁছবে গ্রুপ থেকে। 

প্যারিসের আবহাওয়া, পরিস্থিতি কি সমস্যায় ফেলবে? মনপ্রীত বলছেন, ”টোকিওর যেমন পরিবেশ ছিল, প্যারিসের পরিবেশটা একটু আলাদা থাকবে। এছাড়াও এবার প্রচুর সমর্থক থাকবেন। আগের বার সমর্থক ছিল না স্টেডিয়ামে। আমরা ইউরোপে খেলেছি ইউরোপের অনেক সেরা দলের সঙ্গে। আমরা শুধু নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। প্রতিটা ম্য়াচে নিজেদের সেরা পারফরম্য়ান্স করার চেষ্টা করব।”

৩২ বছরের মনপ্রীত দীর্ঘ এক দশক ধরে ভারতীয় দলের অংশ। ২০১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের জার্সিতে খেলেছিলেন মনপ্রীত। এরপর ২০১৬, ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে খেলেছিলেন মনপ্রীত। ২০১৭ সালে এশিয়া কাপ জয়ে ভারতের নেতৃত্বভার সামলেছিলেন মনপ্রীত। 

আরও দেখুন





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours