ABP Ananda Live:  উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করার দাবি সুকান্তর। সুকান্তর দাবিতে সমর্থন অশোকের। ঘুরিয়ে রাজ্যভাগে উস্কানি, আক্রমণে তৃণমূল। বাজেটে বঞ্চনা। শুভেনদুর মন্তব্যকে হাতিয়ার করে মোদি সরকারকে নিশানা অভিষেকের।  বিধানসভায় বেনজির ছবি। পুরনো আক্রমণের জবাব দিতে শুভেনদুর দিকে তেড়ে গেলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। নিগ্রহের চেষ্টার অভিযোগে স্পিকারকে নালিশ বিরোধী দলনেতার। আইনশৃঙ্খলা থেকে নারী নির্যাতনের অভিযোগে বিজেপির বিক্ষোভ, উত্তাল বিধানসভা। বিরোধীদের বলতে না দেওয়ারও অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যের প্রসঙ্গ টেনে পাল্টা তৃণমূল। । মুখ্যমন্ত্রী আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল লোহার ফ্রেম দেওয়া তোরণ। ২জন গুরুতর আহত। এসএসকেএমে ভর্তি। কীভাবে দুর্ঘটনা, এখনও ধোঁয়াশা।  ধনধান্যে মুখ্যমন্ত্রীর আসার কিছুক্ষণ আগে দুর্ঘটনা। যাওয়ার কথা ছিল ১ নম্বর গেটের কাছে ভেঙে পড়া তোরণের পথ দিয়েই।



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *