NOW READING:
‘কারা দোষী খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি’ , দাবি চিকিৎসকদের
August 12, 2024

‘কারা দোষী খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি’ , দাবি চিকিৎসকদের

‘কারা দোষী খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি’ , দাবি চিকিৎসকদের
Listen to this article



<p>ABP Ananda LIVE: আন্দোলনের ঢেউ রাজ্য ছাড়িয়ে গিয়ে আছড়ে পড়েছে দেশজুড়ে। চাপে পড়ে শেষমেশ আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় আগেই সরিয়ে দেওয়া হয়েছে মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও মেডিক্যাল সুপার সঞ্জয় বশিষ্ঠকে। তাতেও অবশ্য শান্ত করা যায়নি আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের। এই পরিস্থিতিতেই সোমবার পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে এবার সুর চড়াল আইএমএ বেঙ্গলস ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।</p>
<p>তাদের তরফে সাংবাদিক বৈঠককারী চিকিৎসক বলেন, "আপনারা জানেন আরজি কর মেডিক্যাল কলেজে তিনদিন আগে কী ঘটনা ঘটেছে। আমরা স্তম্ভিত। আমার মনে হয় আপনারা সবাই। পৃথিবীর কোথাও এরকম হয়েছে বলে আমার জানা নেই। একটি মেয়ে সে নাইট ডিউটি করছে, সেই নাইট ডিউটির সময় তার কর্মক্ষেত্রে ঢুকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সত্যি বলছি, কোনও দিন এরকম শুনিনি। গা শিরশির করছে। আর বলার ভাষা নেই। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে উনি বলেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেন। কিন্তু, তার সঙ্গে এটা বলতে বাধ্য হচ্ছি, আজ পুলিশ কমিশনার বলছেন আমরা এখনও বুঝতে পারছি না এটা একজনের কাজ, না একাধিক জনের। বিশ্বাস করতে পারেন ? তিনদিন অতিবাহিত তারপরে পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজও হতে পারে। আমরা কোথায় রয়েছি ? একটা ডিউটি রুম, চারদিকে সিসি ক্যামেরা থাকার কথা। তারপর আমাদের এটা শুনতে হচ্ছে।"&nbsp;</p>



Source link