ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: মহিলা চিকিৎসক খুনের ঘটনায় প্রবল আন্দোলনের মাঝেই এদিন সকালে, আরজিকর থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। এদিকে ইস্তফার পরপরই সকাল পেরিয়ে বিকেলেই বিতর্কিত অধ্যক্ষ সন্দীপকে ন্যাশনাল মেডিক্যালে পাঠিয়েছে সরকার। আর এখানেই ফের বিতর্ক। নতুন এই অধ্যক্ষকে মানতে পারছে না কলকাতা ন্যাশনাল মেডিক্যালের আন্দোলনকারী চিকিৎসকেরা। ন্যাশনাল মেডিক্যালে কলেজের নতুন অধ্যক্ষের দায়িত্ব প্রাপ্ত সন্দীপ ঘোষের যে অফিস, সেখানে তালা দিয়ে দিয়েছেন তাঁরা। 

সন্দীপ ঘোষকে চাইছে না ন্যাশনাল মেডিক্যালের আন্দোলনকারীরা

এদিন সকালে যখন ন্যাশনাল মেডিক্যালে কর্মবিরতি চলছিল, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা, তাঁরা তখনই বলেছিলেন, সন্দীপ ঘোষকে যদি তাঁদের ওখানে স্থানান্তরিত করা হয়, তাহলে তাঁরা মানবেন না। কারণ তাঁদের দাবি, এই ঘটনার আগেই তাঁরা শুনেছিলেন, সদ্য প্রাক্তন যে অধ্যক্ষ ছিলেন,  ১৮ দিন পরেই ছিল তার অবসর। সেই জায়গায় সন্দীপ ঘোষকে পাঠানো হবে, বলেই তাঁরা আশঙ্কা করছিলেন। সকাল পেরিয়ে বিকেল হতেই সেই আশঙ্কাই সত্যি হয়েছে। তারপরেই  কলকাতা ন্যাশনাল মেডিক্যালের আন্দোলনকারী চিকিৎসকেরা এই পদক্ষেপ নিয়েছে। প্রশাসনিক ভবনে পড়েছে তালা।

সাংবাদিক: আমরা দেখলাম যে আপনারা তালা দিয়ে দিয়েছেন, কী কারণে ?

আন্দোলনকারী: আপনার বাড়িতে যখন আলু পচে যায়, একটা বস্তা থেকে বের করে কি আরেকটা বস্তায় রাখেন নাকি সেটা বাড়ির বাইরে ছুড়ে ফেলে দেন ? ম্যাটারটা একদমই সেরকম। 

সাংবাদিক: সন্দীপ ঘোষকে তাহলে আপনারা ঢুকতে দেবেন না ?

আন্দোলনকারী: সন্দীপ ঘোষকে আমরা অধ্যক্ষ হিসেবে চাই না। সন্দীপ ঘোষকে আমরা তো দেখেই নিয়েছি, যে তিনি অধ্যক্ষ হিসেবে কতটা দক্ষ ! তাই আমরা তাঁক প্রিন্সিপল হিসেবে আর চাই না।

সাংবাদিক: আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন 

আন্দোলনকারী: হ্যাঁ, আমরা তো এখনও অবধি আছি, দেখি উনি কতটা প্রভাবশালী, উনি কীভাবে এখানে ঢুকতে চান, সেটাই দেখতে চাইছি। আজকে কতটা প্রভাবশালী হলে, একটা কলেজ থেকে ইস্তফার পর, স্বাস্থ্যভবনের নির্দেশে এখানে অধ্যক্ষ হিসেবে যোগ দিচ্ছেন। সেটাই আমরা দেখতে চাই স্টুডেন্টরা কতটা প্রভাবশালী ? নাকি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লোক বেশি প্রভাবশালী ?

আরও পড়ুন, আরজিকরের মহিলা চিকিৎসক ‘খুনে’ কতজন ? DNA ম্যাপিং করাতে চলেছে পুলিশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *