NOW READING:
‘পুজোয় ছাড়ের নামে বিদ্যুতের মাসুল বৃদ্ধি..’, CESC অফিস ঘেরাও BJP-র
August 9, 2024

‘পুজোয় ছাড়ের নামে বিদ্যুতের মাসুল বৃদ্ধি..’, CESC অফিস ঘেরাও BJP-র

‘পুজোয় ছাড়ের নামে বিদ্যুতের মাসুল বৃদ্ধি..’, CESC অফিস ঘেরাও BJP-র
Listen to this article



<p><strong>সুনীত হালদার, হাওড়া:</strong> বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে হাওড়া ময়দানের কাছে সিইএসসি অফিস ঘেরাও করল বিজেপি। শুক্রবার বিকালে হাওড়া সদরের সভাপতির নেতৃত্বে সিইএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো বিজেপি কর্মী।</p>
<p>বিজেপি নেতা সজল ঘোষের অভিযোগ, রাজ্য সরকার পুজোর অনুদান অথবা পুজোর প্যান্ডেলে ৭০ শতাংশ বিদ্যুতের ছাড়ের নামে বিদ্যুৎ এর দাম বাড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা তুলছে। এর ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। রাজ্য সরকার পুলিশ দিয়ে এই আন্দোলন দমাতে চাইছে। এ ব্যাপারে সাধারণ উপভোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন সকাল থেকেই ওই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগুনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। উল্লেখ্য, এদিন সিইএসসি অফিসের সামনে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।</p>
<p>আরও পড়ুন, <a title="নাইট ডিউটি সেরে RG Kar-এর যে সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়ে প্রাণ হারালেন ‘নির্যাতিতা’, কোথা থেকে উদ্ধার দেহ ?" href="https://bengali.abplive.com/photo-gallery/district/rg-kar-medical-college-doctors-death-mystery-see-seminar-hall-photos-1088063" target="_self">নাইট ডিউটি সেরে RG Kar-এর যে সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়ে প্রাণ হারালেন ‘নির্যাতিতা’, কোথা থেকে উদ্ধার দেহ ?</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1723286501104000&amp;usg=AOvVaw2GB4w-YuPH32FYLOF6FBM3">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>
<div class="adL">বিস্তারিত আসছে…</div>



Source link