কলকাতা: আর জি কর কাণ্ডের (R G Kar News) প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যান করছেন। এবার প্রতিবাদে সরব শিক্ষাবিদরাও। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার জেরে শিক্ষক দিবসেই শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিচ্ছেন একের পর এক অবসরপ্রাপ্ত শিক্ষক। 

প্রতিবাদে সরব: প্রতিবাদের বাংলায় এবার শিক্ষক দিবসও আর জি কর কাণ্ডের আঁচ। শিক্ষক দিবসেই রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন সম্মান ফেরানোর কথা ঘোষণা করলেন একাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক। ১১ বছর আগে, ২০১৩ সালে, শিক্ষক দিবসেই রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক দীপক মজুমদার। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে সেই পুরস্কার যে আর রাখতে চান না, সেকথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, “যে সরকারের সময়ে এই ঘটনা ঘটেছে, সেই সরকারের কাছ থেকে আমি যে সম্মাননা পেয়েছি, আমি সেটা, শুধু সম্মাননাটা ফেরত দিতে চাইছি না, তার সঙ্গে পুরস্কারের যে অর্থমূল্যটা দিয়েছে, ২৫ হাজার টাকা, সেটাও ফেরত দিতে চাইছি।”

R G Kar Protest: শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রত্য়াখ্যান, আর জি কর কাণ্ডে সরব শিক্ষাবিদরা

রাজ্যে পালাবদলের পরেই ২০১১ সালে প্রথম মমতা সরকারের থেকে শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপকুমার দাস। বর্তমানে তিনি কাঁথি দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক। শিক্ষক দিবসের দিন শিক্ষারত্ন সম্মান ফেরানোর কথা ঘোষণা করেছেন তিনিও। অরূপকুমার দাস বলেন, “আমার শিক্ষকসত্তা আমাকে অহরহ মনে করিয়ে দিয়েছে, নন্দীগ্রামের সময় পথে নেমেছিলে। নন্দীগ্রামে গণহত্যার পরের দিন আমি আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের নিয়ে মুখে কালো কাপড় বেঁধে কাঁথি শহরে একটি মিছিল করেছিলাম। রাজনীতিকে বাইরে রেখে একজন শিক্ষক হিসেবে আমার প্রতিবাদ এবং আজ শিক্ষক দিবসের দিনটাকেই আমি বেছে নিয়েছি এই শিক্ষারত্ন সম্মাননাটাকে প্রত্যাখ্যান করার জন্য।”

অন্যদিকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, ২০২০ সালে রাজ্য সরকারের দেওয়া “বিদ্যাসাগর” পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন দুই প্রাবন্ধিক কৃত্যপ্রিয় ঘোষ ও আশিস লাহিড়ি। পুরস্কারের সাম্মানিক বাবদ পাওয়া ২৫ হাজার টাকাও ফেরাতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তাঁরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: বিতর্কের মুখ অবশেষে সিদ্ধান্ত, অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *