NOW READING:
ইজরায়েলের উপর ত্রিমুখী হামলা! ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এল লেবানন থেকে
August 4, 2024

ইজরায়েলের উপর ত্রিমুখী হামলা! ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এল লেবানন থেকে

ইজরায়েলের উপর ত্রিমুখী হামলা! ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এল লেবানন থেকে
Listen to this article


নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় আরও একটি যুদ্ধ ঘনিয়ে আসাকে ঘিরে থমথমে পরিবেশ। সেই আবহেই আশঙ্কা সত্যি করে ইরানের উপর হামলা চালাল লেবাননের হেজবোল্লা সংগঠন। ইজরায়েলের উদ্দেশে একঝাঁক রকেট ছুড়েছে হেজবোল্লা। তাদের পিছন থেকে ইরান মদত জোগাচ্ছে বলে অভিযোগ। সেই নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানকে পিছু হটতে আর্জি জানিয়েছেন। (Hezbollah Strikes Israel)

ইজরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার কথা জানিয়েছে হেজবোল্লা। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতেও ইজরায়েলের আকাশে আলোর গোলা ছুটতে দেখা গিয়েছে। তবে ইজরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী আয়রন ডোম প্রযুক্তি রয়েছে। ফলে মাটিতে আছড়ে পড়ার আগে আকাশেই রকেট নিষ্ক্রিয় করে দেয় তারা। তবে হেজবোল্লার ছোড়া একঝাঁক রকেটের প্রত্যেকটি প্রতিহত করা কঠিন। (Middle East War)

প্যালেস্তাইনের হামাস সংগঠনের মতো, লেবাননের হেজবোল্লাকেও ইরানই সাহায্য় করে বলে অভিযোগ। একদিকে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েকে খুনে ইজরায়েলের মোসাদের নাম জড়িয়েছে। অন্য দিকে, হেজবোল্লা নেতা ফুয়াদ শুকরকে হত্যার কথা স্বীকার করেছে তারা। সেই নিয়েই পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি ঘনিয়ে এসেছে। ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান, হেজবোল্লা এবং ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি। 

এর পরই স্থানীয় সময় শনিবার গভীর রাতে ইজরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হেজবোল্লা। তাদের দাবি, ইজরায়েলের মোশভ বেইত হিলেলে আছড়ে পড়েছে তাদের রকেট। সেখানকার নাগরিকরা আহত হয়েছেন। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, লেবাননের দেইর সিরিয়ানে এবং কফার কেলায় ইজরায়েলি হামলার জবাবেই হেজবোল্লা রকেট ছুড়েছে। তবে তাদের আয়রন ডোম প্রযুক্তি অধিকাংশ রকেটই প্রতিহত করতে সফল হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে হেজবোল্লার রকেট হামলার পর ইজরায়েলের বেইত হিলেল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। হতাহতের খবর মেলেনি যদিও এখনও পর্যন্ত। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং বাহিনী মোতায়েন করতে শুরু করেছে আমেরিকা। ইরানকে পিছু হটতে আর্জি জানিয়েছেন বাইডেন। এমন পরিস্থিতিতে ভারত, ব্রিটেন, ফ্রান্স, কানাডা-সহ বহু দেশ লেবানন তথা পশ্চিম েশিয়া থেকে নাগরিকদের দেশে ফিরতে নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: Israel-Iran War: তিনদিক দিয়ে ইজরায়েলে হামলার পরিকল্পনা, সেনা-ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে আমেরিকা, ঘনিয়ে আসছে আরও এক যুদ্ধ

আরও দেখুন





Source link