ABP Ananda LIVE: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের। জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC. আজ সকাল পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়ায় সব মিলিয়ে জল ছাড়া হচ্ছে ১ লক্ষ ২০ হাজার কিউসেক। এর ফলে দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। সকালে ৯২ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারাজ থেকে। বেলা বাড়লে বাড়বে জল ছাড়ার পরিমাণ। ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। 

তাজপুরের সমুদ্রের পাশে দোকান। তা উচ্ছেদ নিয়েই শুরু বিতর্ক। জোয়ারের জল দোকানগুলির কাছাকাছি চলে আসায় হকাররা কিছুটা পিছিয়ে দেন দোকান। দোকানদারদের দাবি, বর্ষায় জল বেড়ে যাওয়ায় তাঁরা দোকান কিছুটা পিছিয়ে নিয়ে যেতে চাইছেন। পরে আবার দোকান আগের জায়গাতেই ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এই কাজেই বাধা দিচ্ছে বনদফতর। অন্যদিকে বনবিভাগের দাবি, দোকান পিছিয়ে নিলে বনদফতরের জমি জবরদখল করা হচ্ছে। এইসব মিলিয়েই উত্তপ্ত হয়ে উঠেছিল তাজপুর এলাকা। আর সেই তরজা আরও উস্কে দিয়েছে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য। মহিলা ফরেস্ট রেঞ্জারকে কদর্য ভাষায় হুমকি দেন অখিল গিরি। লাঠিপেটা করার শাসানি সহ- আরও অনেক কুরুচিকর করা বলেছেন কারামন্ত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গের সরকার। মহিলা ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। বনদফতরের আধিকারিককে স্বসম্মানে কাজ চালিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা।



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *