NOW READING:
কমখরচে উন্নতমানের পরিষেবা দিতে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট
August 4, 2024

কমখরচে উন্নতমানের পরিষেবা দিতে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট

কমখরচে উন্নতমানের পরিষেবা দিতে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট
Listen to this article



<p>ABP Annada LIVE: স্বল্প খরচে উন্নতমানের পরিষেবা দিতে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। উদ্বোধন করেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট প্রব্রাজিকা প্রেমপ্রাণা। উপস্থিত ছিলেন সহ সম্পাদক প্রব্রাজিকা অনিলপ্রাণা। জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে ডায়ালিসিস ইউনিটের মধ্যে থাকছে ভেন্টিলেটর।&nbsp;</p>
<p>এবিপি আনন্দের খবরের জের। অ্যাম্বুল্যান্সে করেই বাড়ি ফিরল নবজাতক ও মা। কাটোয়ায় জলজমা রাস্তায় ৩ দিনের সদ্যোজাত এবং তার মাকে নামিয়ে দিয়েছিল অ্যাম্বুল্যান্স। এবিপি আনন্দের তরফে ঘটনাটি জানানো হয় কাটোয়া হাসপাতালের সুপারকে। যোগাযোগ করা হয় নতুন অ্যাম্বুল্যান্সের সঙ্গেও, যাতে দ্রুত ওই মা এবং শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। এরপরেই তৎপর হয় কাটোয়া হাসপাতাল। দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছয় ওই মা এবং নবজাতকের কাছে। শেষ পর্যন্ত সুস্থভাবে অ্যাম্বুল্যান্সে চড়েই বাড়িতে পৌঁছে গিয়েছেন মা ও তাঁর ৩ দিনের শিশু। কাটোয়া হাসপাতালের সুপার জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স চালককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হবে। প্রয়োজনীয় মিটিং করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। অন্যদিকে ইতিমধ্যেই অ্যাম্বুল্যান্সের যিনি মালিক, মাতৃযানের টেন্ডার নিয়েছিলেন, তাঁকেও শোকজ করা হয়েছে।</p>



Source link