অরিন্দম সেন, আলিপুরদুয়ার: একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন: Bardhaman Medical College: RG Kar কাণ্ডের জের, বর্ধমান মেডিকেলে নিরাপত্তা কর্মীদের করা হল সতর্ক..

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এশিয়ান হাইওয়ের পাশেই দেখতে পাওয়া যায় একটি চিতাবাঘের মৃতদেহ। বীরপাড়া থানার অন্তর্গত বীরবিটি নদীর সেতুর কাছেই ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পান মৃতদেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জলপাইগুড়ি ডিভিশনের অন্তর্গত দলগাও রেঞ্জের কর্মীরা এসে উদ্ধার করে দেহটি।  

আরও পড়ুন: Islampur News: নার্সিংহোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ, চাঞ্চল্য ইসলামপুরে

বন দফতরের প্রাথমিক ধারণা, দ্রুতগতি আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে পূর্ণবয়ষ্ক ওই চিতাবাঘটির। কারণ, হাইওয়ের দুপাশে বীরপাড়া চা বাগান অবস্থিত। সেই চা বাগানে আশ্রয় নেওয়া চিতাবাঘটি হাইওয়ে পারাপার করতে যাওয়ায় দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় ছিটকে পড়েই মারা গেছে। ঘটনার তদন্ত শুরু করে মৃত চিতার দেহটি ময়নাতদন্ত করে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, বীরপাড়া চা বাগানের পাশ দিয়ে এশিয়ান হাইওয়ে যাওয়ার ফলে নানা সময়ে বিভিন্ন পশু মাঝে মধ্যেই রাস্তার ওপর চলে আসে। ফলে অনেক সময়ই গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়। প্রশাসন ও বন দফতরের তরফে বারবার এই এলাকা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলাচল করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হলেও। অনেক সময়ই তা মানা হয় না বলে অভিযোগ। যার জেরে গাড়ির ধাক্কায় অনেক পশুর মৃত্যু হয়। আজকের ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ বলে মনে করছেন বন দফতর ও প্রশাসনের আধিকারিকরা। তাঁদের কথায়, মানুষকে সচেতন করার জন্য নানা ধরনের কর্মসূচি নেওয়া হলেও কোনওভাবেই তা সফল হচ্ছে না। কেউ কেউ বন্য পশুর কথা চিন্তা করে এই সব এলাকা দিয়ে ধীরগতিতে গাড়ি চালালেও বেশিরভাগই নিয়ম ভেঙে দ্রুত গতিতে গাড়ি চালান। যার ফলশ্রুতিতে মৃত্যু হয় বন্য পশুদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Alipurduar News: আলুর গাড়ি আটকে রাখার অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ অসম-বাংলা সীমান্তে

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *