<p><strong>সন্দীপ সরকার, কলকাতা :</strong> RG কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে ৪ জুনিয়র চিকিৎসককে ফের তলব করা হল। ওই ৪ জুনিয়র চিকিৎসক নির্যাতিতার সঙ্গে ঘটনার দিন রাতের খাবার খেয়েছিলেন বলে খবর সূত্রের। গতকাল জুনিয়র চিকিৎসক, PGT ট্রেনি-সহ ৭ জনকে মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপারকে আজ ফের তলব করা হয়। তলব করা হয়েছে নার্সিং স্টাফ, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মীকেও। ধর্ষণ-খুনের ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করায় ১৫ জন ইনফ্লুয়েন্সারকেও তলব লালবাজারের।</p>
<p>যাঁদের সঙ্গে ওই রাতে ডিউটি করছিলেন তরুণী চিকিৎসক, তাঁর সহকর্মী যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেককেই তলব করা হয়েছে। তার সঙ্গে তলব করা হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে। গতকাল পর্যন্ত তিনি প্রধান ছিলেন, অরুণাভ দত্তচৌধুরী। তাঁকে সরিয়ে দিয়ে নতুন বিভাগীয় প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। আন্দোলনকারীরা এই অরুণাভ দত্তচৌধুরীর অপসারণের দাবি তুলেছিলেন। তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে প্রথম ফোন করে খবর দিয়েছিলেন, তাঁকেও তলব করা হয়েছে। তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারকে তিনি ফোন জানিয়েছিলেন বলে অভিযোগ। এর পাশাপাশি বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকেও তলব করা হয়েছে। তাঁর সঙ্গে তলব করা হয়েছে ওই রাতে ডিউটিতে থাকা আরও কয়েকজনকে।&nbsp;</p>
<p>এছাড়া সোশ্যাল মিডিয়ায় যে সমস্য় তথ্য ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত তথ্য তাঁরা কোথা থেকে পেয়েছেন, তাঁদের কাছে কোনও নতুন তথ্য আছে কি না সেগুলো জানার জন্য বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়া আরজি কর মেডিক্যাল কলেজের চারজন জুনিয়র ডাক্তার যাঁরা ওই রাতে ডিউটিতে ছিলেন, তাঁদের ডেকে পাঠানো হয়েছে। &nbsp;</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722522321510000&amp;usg=AOvVaw1aMg_7ElrdHK_a5hlQ-apY">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *