# Tags
#Blog

কোচবিহারের অবসরপ্রাপ্ত শিক্ষককে ডিজিটাল অ্যারেস্ট ! ফোনের সামনে বসিয়ে রাখা হয় টানা ৭২ ঘণ্টা..

কোচবিহারের অবসরপ্রাপ্ত শিক্ষককে ডিজিটাল অ্যারেস্ট ! ফোনের সামনে বসিয়ে রাখা হয় টানা ৭২ ঘণ্টা..
Listen to this article


শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবার CBI অফিসার পরিচয় দিয়ে কোচবিহারের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ডিজিটাল অ্য়ারেস্ট। ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ফোনের সামনে বসিয়ে রাখা হয় টানা ৭২ ঘণ্টা। শেষমেশ বিশাখাপত্তনম থেকে প্রতারককে গ্রেফতার করেছে কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশ। 

Cooch Behar News: কোচবিহারের অবসরপ্রাপ্ত শিক্ষককে ডিজিটাল অ্যারেস্ট ! ফোনের সামনে বসিয়ে রাখা হয় টানা ৭২ ঘণ্টা..

ফের ‘ডিজিটাল অ্য়ারেস্টে’র ফাঁদ!এবার প্রতারণার শিকার হলেন কোচবিহারের এক অবসরপ্রাপ্ত শিক্ষক।প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বসে এরাজ্যে জালিয়াতি। তবে শেষ রক্ষা হয়নি প্রতারকের। কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশের জালে ধরা পড়ে গেল সে।পুলিশ সূত্রে খবর। ৮ জানুয়ারি CBI অফিসার পরিচয় দিয়ে বক্সিরহাটের বাসিন্দা এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোন করেন অভিযুক্ত। তাঁকে বলা হয়, একটি আর্থিক তছরুপের মামলায় ওই শিক্ষকের ফোন নম্বর ব্যবহার করা হয়েছে।

ভয় দেখিয়ে আদায় করা হয় ২ লক্ষ ৫ হাজার টাকা। প্রায় ৭২ ঘণ্টা ধরে ফোনের সামনে বসিয়ে রাখা হয় অবসরপ্রাপ্ত শিক্ষককে। এরপর ১২ জানুয়ারি বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে বিশাখাপত্তনম থেকে অভিযুক্ত পিল্লা নানিকে গ্রেফতার করে কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশ। কোচবিহারে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ডিজিটাল অ্য়ারেস্ট নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। সচেতনতা বাড়াতে লাগাতার প্রচার চালাচ্ছে প্রশাসন। কিন্তু, তার মধ্য়েও প্রতারণা চলছেই।

আরও পড়ুন, রাত পেরোলেই মহাকুম্ভে মোদি, প্রয়াগরাজে পৌঁছে সারতে পারেন পুণ্যস্নান, রইল প্রধানমন্ত্রীর সফরসূচি

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal