NOW READING:
Suryakumar Yadav’s ODI Future: সূর্যকে কি ওডিআই-তে দেখা যাবে না? আগরকরের উত্তরে অধিনায়কের আগামী মেঘলাই!
July 22, 2024

Suryakumar Yadav’s ODI Future: সূর্যকে কি ওডিআই-তে দেখা যাবে না? আগরকরের উত্তরে অধিনায়কের আগামী মেঘলাই!

Suryakumar Yadav’s ODI Future: সূর্যকে কি ওডিআই-তে দেখা যাবে না? আগরকরের উত্তরে অধিনায়কের আগামী মেঘলাই!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতকে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) মিডিয়াকে চমকে দিয়ে বলেছিলেন, তিনিও বিরাট কোহলির (Virat Kohli) মতোই দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ খেলে ফেললাম। আন্তর্জাতিক আঙিনায় সংক্ষিপ্ত ফরম্য়াটকে আলবিদা বলার জন্য় রোহিতের কাছে এটাই ছিল সেরা সময়। দেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দুয়ে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দৌড়ে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শুভমন গিল (Shubman Gill)। কিন্তু সবাইকে পিছনে ফেলে রোহিতের জুতোয় পা গলালেন SKY! 

আরও পড়ুন: অবাধ যৌনতার লীলাক্ষেত্র প্যারিস! ৫৫০ পাউন্ড ওজন নেবে খাট, থাকছে লক্ষাধিক কন্ডোম…

বিশ্বের এক নম্বর টি-২০ ব্য়াটারকে কিন্তু শ্রীলঙ্কায় ওডিআই দলের জন্য় ভাবা হয়নি! তাহলে কি টিম ম্য়ানেজমেন্ট শুধু টি-২০ আইতেই দেখছেন তাঁকে? সোমবার মুম্বইয়ে গৌতম গম্ভীর সারেন জাতীয় দলের কোচ হিসেবে প্রথম সাংবাদিক বৈঠক। সেখানেই অজিত আগরকরের কাছে অধিনায়কত্বের প্রশ্ন রাখা হয়েছিল। যার উত্তরে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘না, ওডিআই দল করার সময় আমরা সূর্যকে নিয়ে আলোচনা করিনি। দলে শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল ফিরে এসেছে। ওরা বিশ্বকাপে দারুণ খেলেছে। ওদিকে আবার ঋষভ পন্থ ফিরে এসেছে। এই মুহূর্তে মিডল অর্ডারে সত্য়িই খুব ভালো গুণমানের প্লেয়াররা রয়েছে। আপাতত সূর্য টি-২০ প্লেয়ার।’ গতবছর বিশ্বকাপের পর সূর্যকুমার আর ওডিআই খেলেননি। আগরকর সাফ বুঝিয়ে দিলেন যে, আগামী দিনেও হয়তো তাঁকে পঞ্চাশ ওভারের সংস্করণে দেখা যাবে না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ আই স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্য়ামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খালিল আহমেদ ও মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড:  রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্য়াটেল, খালিল আহমেদ, হর্ষিত রানা।

আরও পড়ুন: ‘ও কোচ-নির্বাচককে যা…’! কেন নেতা হলেন না হার্দিক? আগরকরের যুক্তির ত্রিফলা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link