চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সংশয়ের আবহেই রাজনৈতিকভাবে অস্থির পাকিস্তান থেকে ফিরছে শ্রীলঙ্কা

Estimated read time 1 min read
Listen to this article


ইসলামাবাদ: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) কি আদৌ পাকিস্তানে আয়োজিত হবে? এই মুহূর্তে সম্ভাবনা ভীষণ ক্ষীণ। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে যে, তারা পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারত। যাতে ভারতের ম্যাচ দেওয়া হয় অন্য দেশে। আর পাকিস্তানের ম্যাচ দেওয়া হয় পাক ভূখণ্ডে।

আর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সেই সংশয়ের আবহেই এবার পাক সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা এ ক্রিকেট দল। কারণ? পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা। ইসলামাবাদ অস্থির হয়ে রয়েছে। আর সেই পরিস্থিতিতে পাকিস্তানে খেলা চালিয়ে যেতে চাইছে না শ্রীলঙ্কা এ ক্রিকেট দল। তাই সফর মাঝপথে রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে যে, শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আলোচনার পর পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে শ্রীলঙ্কা এ দলের শেষ দুটি ওয়ান ডে ম্যাচ স্থগিত করা হয়েছে (Pakistan Shaheens vs Sri Lanka A)। দুটি স্থগিত হয়ে যাওয়া ম্যাচের প্রথমটি বুধবার ও দ্বিতীয়টি শুক্রবার রাওয়ালপিণ্ডিতে খেলার কথা ছিল। সোমবার ইসলামাবাদে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এ দলকে ১০৮ রানে হারিয়েছিল পাকিস্তান শাহিনস। তবে পাকিস্তান বোর্ড থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে ম্যাচ দুটির নতুন তারিখ ঘোষণা করা হবে।

আরও পড়ুন: আইপিএল নিলামে অবিক্রিত, ২৮ বলে সেঞ্চুরিতে পন্থের রেকর্ড ভেঙে হইচই ফেলে দিলেন উর্বিল

পাকিস্তানের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক তথা তেহরিক ই ইনসাফ (Tehreek-e-Insaaf) দলের শীর্ষনেতা ইমরান খানের (Imran Khan) নেতৃত্বে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ অভিযান চলছে। বিভিন্ন জায়গা থেকে অশান্তি ও হিংসার খবর আসছে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ করছে পাক প্রশাসন। আর সেই পরিস্থিতিতেই সফর বাতিল করার সিদ্ধান্ত শ্রীলঙ্কা এ দলের। 

পাকিস্তানের মন্ত্রী তথা পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ঘোষণা করেছেন যে, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনিকে ডাকা হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours