NOW READING:
Gautam Adani: ঘুষ, পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ! এক ধাক্কায় আদানি গোষ্ঠীর ২৩ শতাংশ শেয়ারে ধস…
November 21, 2024

Gautam Adani: ঘুষ, পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ! এক ধাক্কায় আদানি গোষ্ঠীর ২৩ শতাংশ শেয়ারে ধস…

Gautam Adani: ঘুষ, পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ! এক ধাক্কায় আদানি গোষ্ঠীর ২৩ শতাংশ শেয়ারে ধস…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত গৌতম আদানি। বুধবার আমেরিকার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি ও তাঁর সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন।

আরও পড়ুন: Groom Death: মর্মান্তিক! নাচতে নাচতেই মৃত্যু ২২ বছরের বরের… ভাইরাল ভিডিয়ো…

এই অভিযোগের কারণে বৃহস্পতিবার এক ধাক্কায় স্টক পড়ল আদানি গ্রুপের ১১টি  ষ্টক। সব ব্যবসায় প্রায় ২০ প্রতি সেন্ট পর্যন্ত স্টকের ক্ষতি হয়েছে। উন্নয়ন তো হলই না উপরন্তু আদানি এনার্জি সলিউশান ২০ প্রতি সেন্ট কমে গেল। এছাড়াও অন্যান্য ষ্টক যেমন সাংহি ইন্ডাস্ট্রি (কমেছে ৭ সেন্ট), এসিসি (কমেছে ১২ সেন্ট), এনডিটিভি (কমেছে ১২ সেন্ট) এবং আদানি পাওয়ার (কমেছে ১৪ সেন্ট) এবং সম্পূর্ণভাবে প্রায় ১৯ সেন্ট পর্যন্ত কমেছে। 

আদানিদের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন! মার্কিন কৌঁসুলিরা বলেন, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন, এমন তথ্যও আছে। আরও অভিযোগ, এরপর আদানি গ্রিন এনার্জি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ড ছাড়ে। 

আরও পড়ুন: Gautam Adani: আমেরিকায় মহাসংকটে আদানি! ঘুষ, পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ…

দরপতনের কারণে মুম্বাই ষ্টক এক্সচেঞ্জে আদানি গ্রুপের বাজারমূল্যে এক ধাক্কায় প্রায় ১০ বিলিয়ন ডলার কমেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভিযোগ দীর্ঘ মেয়াদে আদানি গ্রুপের ব্র্যান্ড এবং বিনিয়োগকারীদের আস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে কোম্পানিগুলো তাদের বড় প্রকল্পের জন্য তহবিল সংগ্রহেও সমস্যায় পড়তে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link