NOW READING:
”আমার ৫০ বছর বয়স, এমন ম্য়াচ আর দেখতে চাই না”, কেন এমন বললেন বিশ্বজয়ী পন্টিং?
April 16, 2025

”আমার ৫০ বছর বয়স, এমন ম্য়াচ আর দেখতে চাই না”, কেন এমন বললেন বিশ্বজয়ী পন্টিং?

”আমার ৫০ বছর বয়স, এমন ম্য়াচ আর দেখতে চাই না”, কেন এমন বললেন বিশ্বজয়ী পন্টিং?
Listen to this article



<p style="text-align: justify;"><strong>চণ্ডীগড়:</strong> মাত্র ১১২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে লজ্জার হার হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।&nbsp; <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। ১৫.১ ওভারে ৯৫ রানেই অল আউট হয়ে গিয়েছিল <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>। ম্য়াচ যখন চলছিল তখন মাঝে মাঝেই ক্যামেরা তাঁর দিকে তাক করছিল। কখনও চিন্তায় নখ কামড়াচ্ছেন তো কখনও চেয়ার ছেড়ে উঠে এসে বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি পাঞ্জাব কোচ রিকি পন্টিং। ম্য়াচ শেষে সোজা বলে দিলেন যে.. ”আমার ৫০ বছর বয়স হয়েছে। আমি একদমই চাইব না আর এমন ম্য়াচের সাক্ষী থাকি।” কিন্তু কেন এমন বললেন বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক?</p>
<p style="text-align: justify;">ম্য়াচে একটা সময় ২ উইকেট হারিয়ে ৬২ রান বোর্ডে তুলে নিয়েছিল কেকেআর। সেই সময়ও মনে হচ্ছিল যে দ্রুত জয় ছিনিয়ে নিতে পারবে কেকেআর। ১৪.১ ওভারের মধ্যে লক্ষ্যমাত্রা তাড়া করে ম্য়াচ জিতলে পয়েন্ট টেবিলে রান রেটের নিরিখে শীর্ষে চলে যাওয়ার সুযােগ ছিল কেকেআরের সামনে। কিন্তু যুজবেন্দ্র চাহাল এসে পুরো ম্য়াচ ঘুরিয়ে দেন। ফর্মে থাকা রাহানেকে প্রথমে আউট করেন। এরপর রঘুবংশী, রিঙ্কু, রমনদীপদের ফিরিয়ে দেন চাহাল। ম্য়াচ সেখানেই ঘুরে যায়। নিজের ৪ ওভারের স্পেলে ২৮ রান খরচ করেন এই লেগি। পন্টিং বলেন, ”আমার এখনও হৃদস্পন্দন বুঝতে পারছি। ৫০ বছর পেরিয়েছি আমি। অবশ্যই কখনওই চাইব না এমন ম্য়াচের সাক্ষী থাকি আবার।”</p>
<p style="text-align: justify;">চাহালকে নিয়ে কথা বলতে গিয়ে পন্টিং বলেন, ”ম্যাচের আগে ফিটনেস টেস্ট দিয়েছিল ও। কাঁধে একটা ছোট চোট ছিল। আমি চাহালকে প্রশ্ন করেছিলাম যে তুমি পারবে খেলতে? ও বলেছিল, কোচ আমি ১০০ শতাংশ ফিট। সত্যিই অসাধারণ ছিল ওর স্পেলটা। কোনও কথা হবে না।”</p>
<p style="text-align: justify;">পাঞ্জাব কিংসের আগে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবেও দায়িত্ব সামলেছিলেন পন্টিং। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবেও কাজ করেছেন। পান্টার বলছেন, ”আমি আইপিএলে আরও অনেক ম্য়াচে কোচ হিসেবে দায়িত্ব সামলেছি। অন্য দলের কোচিংও করেছি। আমি মনে করি এটাই আমার কোচ হিসেবে পাওয়া এখনও পর্যন্ত সেরা জয়। এই ধরণের জয় যে কোনও দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় মুহূর্তেই।”&nbsp;</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, পাঞ্জাব কিংস এই মুহূর্তে মঙ্গলবারের জয়ের পর চতুর্থ স্থানে রয়েছে। <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> ছয় নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে।</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>



Source link