মোহালি: একটা সময় কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সঙ্গে তাঁর জুটিকে সমীহ করত না, এমন ব্যাটার গোটা বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর ছিল। সেই কুলচা জুটির ‘চা’ অর্থাৎ যুজবেন্দ্র চাহালকে পরের আইপিএলে (IPL Auction) দেখা যাবে নতুন জার্সিতে। যিনি গত মরশুমে খেলেছিলেন রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals)। রবিবার জেড্ডার নিলাম থেকে তাঁকে রেকর্ড অর্থে দলে নিল পাঞ্জাব কিংস (Punjab Kings)।
ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। রবিবার নিলামে শুরুতেই চাহালের জন্য দর হাঁকতে শুরু করে গুজরাট টাইটান্স। যোগ দেয় চেন্নাই সুপার কিংস। দর কষাকষিতে দ্রুত দাম চড়তে থাকে হরিয়ানার লেগস্পিনারের। যাঁকে অনেকে টি-২০ ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা বলে থাকেন। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য।
চাহালের জন্য গুজরাত ৫ কোটি ৭৫ লক্ষ টাকা দর দেওয়ার পরই লড়াইয়ে প্রবেশ পাঞ্জাব কিংসের। ৬ কোটি টাকা দর হেঁকে শুরু করেন প্রীতি জিন্টারা। এরপর চাহালের জন্য দর হাঁকতে শুরু করে লখনউ সুপার জায়ান্টস। চাহালের দর ছাড়িয়ে যায় ১০ কোটি টাকা।
অনেকেই মনে করেছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঝাঁপানো উচিত চাহালকে পেতে। আরসিবিতে খেলেই চাহালের প্রতিষ্ঠা পাওয়া। পুরনো ক্রিকেটারকে পেতে নিলামের এই পর্বেই চেষ্টা শুরু করে আরসিবি। ১৪ কোটি ২৫ লক্ষ টাকা দর হেঁকে শুরু করে লড়াই। লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদও। তবে পাঞ্জাবকে সরানো যায়নি। চাহালকে পেতে যেন বদ্ধপরিকর ছিল তারা। শেষ পর্যন্ত ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস কিনে নেয় লেগস্পিনারকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ভারতীয় স্পিনার হলেন চাহাল।
𝗧𝗵𝗲𝘆 𝘀𝗮𝗶𝗱: 𝗦𝗼𝗺𝗲 𝘀𝗽𝗶𝗻 𝗺𝗮𝗴𝗶𝗰🪄#PBKS 𝙨𝙖𝙞𝙙: 𝙔𝙪𝙯𝙫𝙚𝙣𝙙𝙧𝙖 𝘾𝙝𝙖𝙝𝙖𝙡 𝙞𝙨 𝙊𝙐𝙍𝙎 👏 👏
Punjab Kings have Chahal on board for INR 18 Crore 👍 👍#TATAIPLAuction | #TATAIPL | @yuzi_chahal | @PunjabKingsIPL pic.twitter.com/OjNI2igW0p
— IndianPremierLeague (@IPL) November 24, 2024
প্রথম বোলার হিসাবে আইপিএলে ২০০ উইকেটের গণ্ডি পেরিয়েছেন চাহাল। তাঁর উইকেট তোলার দক্ষতাকে সম্ভ্রমের চোখে দেখে সব দলই। এবার নতুন চ্যালেঞ্জ চাহালের সামনে।
আরও পড়ুন: শ্রেয়সকেও দামে ছাপিয়ে গেলেন পন্থ, ২৭ কোটি টাকায় দিল্লির হাত থেকে ছিনিয়ে নিল লখনউ
আরও দেখুন