নয়াদিল্লি: জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর (YouTuber Dhruv Rathee) নামে সমন জারি করল দিল্লির সাকেত আদালত। মুম্বই বিজেপি অন্যতম মুখপাত্র (Spokesperson of the Bhartiya Janata Party Mumbai) সুরেশ করমশী নখুআর (Suresh Karamshi Nakhua) করা মানহানির মামলার ভিত্তিতে সমন জারি করা হয়েছে। ধ্রুব ছাড়াও একাধিকের বিরুদ্ধে রয়েছে অভিযোগ।
ধ্রুব রাঠীর বিরুদ্ধে সমন জারি সাকেত আদালতের
ভারতীয় জনতা পার্টির মুম্বই ইউনিটের অন্যতম মুখপাত্র সুরেশ করমশী নখুআকে হিংসাত্মক এবং অপমানজনক ট্রল হিসেবে উল্লেখ করেছেন ধ্রুব রাঠী, অভিযোগ এমনই। মানহানির মামলার ভিত্তিতে ইউটিউবারের নামে সমন জারি হয়েছে।
জেলা বিচারক গুঞ্জন গুপ্ত ১৯ জুলাই, ২০২৪-এ পাস করা নির্দেশে ধ্রুব রাঠী এবং সোশ্যাল মিডিয়া মধ্যস্থতাকারীদের নামে ৬ অগাস্টের জন্য সমন জারি করেছেন। আইনজীবী রাঘব অবস্তী ও মুকেশ শর্মা এই মামলায় বিজেপি নেতার পক্ষে উপস্থিত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, ধ্রুব রাঠী তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন যার শিরোনাম ‘মাই রিপ্লাই টু গোদি ইউটিউবার্স | এলভিস যাদব | ধ্রুব রাঠী’। বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘গোদি ইউটিউবার্স’-দের ধ্রুব রাঠীর দেওয়া উত্তর। মামলা দায়ের করা পর্যন্ত সেই ভিডিও পেয়েছিল ২ কোটি ৪১ লক্ষ ৮৫ হাজার ৬০৯ ভিউজ ও ২.৩ মিলিয়ন লাইকস, যা প্রতি মুহূর্তে বাড়ছে বলে দাবি।
সুরেশ করমশি নাখুআ জানিয়েছেন যে ধ্রুব রাঠী ভিডিওয় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারি বাসভবনে অঙ্কিত জৈন, সুরেশ নাখুআ এবং তাজিন্দর বাগ্গার মতো হিংসাত্মক এবং আপত্তিজনক ট্রোলদের এনেছেন। যে ভিডিও নিয়ে সমস্যা তাতে ইতিমধ্যেই ২৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে, যা দ্রুত গতিতে বাড়ছে। অভিযোগে দাবি করা হয়েছে যে এই ভিডিওটি যে সাধারণ মানুষের সামনে উক্ত নেতার সম্মানহানির চেষ্টায় বানানো হয়েছে তা স্পষ্ট।
আরও পড়ুন: Sonu Nigam: সুরের জাদুতে মুগ্ধ আট থেকে আশি! জানেন কি সোনুর কেরিয়ারের শুরু অভিনয়ের হাত ধরে?
ওই নেতার আরও অভিযোগ যে ধ্রুব অত্যন্ত উত্তেজক এবং উস্কানিমূলক ভিডিওটিতে, যা ডিজিট্যাল প্ল্যাটফর্ম জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তাঁর বিরুদ্ধে সাহসী এবং অপ্রমাণিত দাবি করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন