Xmail: জিমেলের (Gmail) প্রতিপক্ষ হিসেবে আসতে চলেছে ‘এক্সমেল’ (Xmail) ! এমনই আভাস দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। জিমেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে লঞ্চ হতে পারে এই ‘এক্সমেল’। ইলন মাস্ক যা ইঙ্গিত করেছেন তাতে মনে হচ্ছে এক্স মাধ্যম একটি নতুন ইমেল ফিচার হয়তো চালু করতে চলেছে যা জিমেলের সঙ্গে জোরকদমে পাল্লা দিতে পারবে। DodgeDesigner এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ রয়েছে ‘এক্সমেল’- এর। এই পোস্টের কমেন্টে নিজের মতামতও জানিয়েছেন, এক্স মাধ্যমের সর্বেসর্বা ইলন মাস্ক। তিনি লিখেছেন, এক্স মাধ্যমে এখনও যা যা জিনিস করার বাকি রয়েছে তার মধ্যে ‘এক্সমেল’ একটি। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে, এবার হয়তো জিমেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘এক্সমেল’ লঞ্চ করতে চলেছে ইলন মাস্কের এক্স সংস্থা।
আরও দেখুন