অ্যাডিলেড: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনালে খেলবে কোন দুই দল?
রুদ্ধশ্বাস, টানটান লড়াই শুরু হয়েছে পাঁচ দলের। ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও দৌড়ে রয়েছে নিউজ়িল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পাবে কোন দুই দল?
চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে প্রথম ম্যাচ জিতে ভাল জায়গায় রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ভারত এই মুহূর্তে তালিকায় শীর্ষে। পাঁচে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে পয়েন্টের শতকরা হারে দুই দলের ব্যবধান ৬-এরও কম। যা থেকে বোঝা যাচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লড়াইটা কতটা রোমহর্ষক পর্যায়ে যাচ্ছে। পাঁচ দলের কাছেই ভুল করার জায়গা খুব একটা নেই। পারথ টেস্টে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ফিরে পেয়েছে ভারত। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। তার আগে মানসিকভাবে ভাল জায়গায় থাকবে টিম ইন্ডিয়া।
Exciting days ahead in the #WTC25 as little separates the five sides in the race for the Final 🏏
More ➡ https://t.co/yaJfw55G5a pic.twitter.com/nqhJexe6kv
— ICC (@ICC) November 26, 2024
তবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কনফার্মড নয় এখনও। ৪-০ ব্যবধানে বর্ডার গাওস্কর সিরিজ জিলতে তবেই সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা পাবে টিম ইন্ডিয়া। তা না হলে নির্ভর করে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপর।
আরও পড়ুন: নিলাম থেকে কিনেছে চেন্নাই, এক ওভারে চার ছক্কায় সেই তরুণকেই দুঃস্বপ্ন উপহার দিলেন হার্দিক
ফাইনালের দৌড়ে সবচেয়ে চমকপ্রদভাবে ঢুকে পড়েছে নিউজ়িল্যান্ড। ভারতকে ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করে। ২০১২ সালের পর থেকে ঘরের মাঠে যা ভারতের প্রথম কোনও টেস্ট সিরিজে পরাজয়। ২৮ নভেম্বর থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে নিউজ়িল্যান্ড। ২০১৯-২১ মরশুমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিল নিউজ়িল্যান্ড। ফাইনালে ভারতকে হারিয়েছিলেন কিউয়িরা। কিন্তু ২০২১-২৩ মরশুমে সেই খেতাব ধরে রাখতে পারেনি। এবার তাই ফের ফাইনাল খেলতে মরিয়া নিউজ়িল্যান্ড।
আরও দেখুন
+ There are no comments
Add yours