জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে (IND vs AUS Champions Trophy 2025 Semi-Final) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত মুখোমুখি হয়েছে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়ার। যে জিতবে, সে চলে যাবে ফাইনালে। এদিন রোহিতরা হাতে কালো ব্যান্ড বেঁধে খেলছেন! যা দেখে অনেকেই প্রশ্ন করছেন যে, কেন এই কালো কাপড় জুড়েছে নীল জার্সিতে!
আরও পড়ুন: প্রসঙ্গ; বাড়তি সুবিধা পাচ্ছে ভারত! সমালোচকদের ‘বাপি বাড়ি যা’ মুডেই ওড়ালেন দাদা
মহাযুদ্ধে নামার আগেই ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া। ৮৪ বছরে প্রয়াত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার পদ্মাকর শিবালকর! ঘরোয়া ক্রিকেটে বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার ছিলেন বিরাট নাম। মুম্বইয়ের রঞ্জি আধিপত্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৬৫-৬৬ থেকে ১৯৭৬-৭৭ সালের মধ্যে ন’বার রঞ্জিজয়ী দলের সদস্য ছিলেন । শিবালকরকে শ্রদ্ধা জানিয়েই রোহিতরা এদিন হাতে কালো ব্যান্ড বেঁধে খেলছেন।
এবার আসা যাক খেলার কথায়। অস্ট্রেলিয়া টস জিতে প্রথম ব্যাট করছে। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত ৩৩ ওভারের খেলা শেষ হয়েছে। অস্ট্রেলিয়া চার উইকেট হারিয়ে তুলেছে ১৭৩ রান। কুপার কনোলিকে নিয়ে ট্রাভিস হেড ওপেন করতে নেমেছিলেন। তৃতীয় ওভারেই মহম্মদ শামির বলে কেএল রাহুলের হাতে ক্য়াচ তুলে দেন কনোলি। কোনও রান না করেই ফেরেন তিনি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
আরও পড়ুন: ১৮ দিন পর শুরু ১৮তম আইপিএল, ১০ অধিনায়ককে চেনেন? কেউ গেমচেঞ্জার, তো কেউ বিশ্বকাপজয়ী
এরপর ভয়ংকর হেড কিছুক্ষণ তাণ্ডব চালান তিনে নামা স্মিথকে নিয়ে। যদিও হেডকে ৩৯ রানে ফিরিয়ে ভারতকে স্বস্তি দিয়েছেন বরুণ চক্রবর্তী। দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চাপ স্বীকার করেনি। স্মিথ ও মার্নাস লাবুশানে মিলে ভারতের বোলারদের চাপে রাখেন। ৩৬ বলে ২৯ করে ফেরেন লাবুশানে। এরপর পাঁচে নাম জশ ইংলিসও ফেরেন ১২ বলে ১১ রান করে। রবীন্দ্র জাদেজা তুলে নেন দুই উইকেট। ভারতের চাপ বাড়াচ্ছেন স্মিথ। ৬৮ রানে অপরাজিত আছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন অ্যালেক্স ক্যারে (২০)।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours