<p><strong>রাণা দাস, পূর্ব বর্ধমান: </strong>প্রবল বর্ষণ উত্তরবঙ্গ-সহ কম বেশি দেশের একাধিক জায়গাতেই বিপর্যস্ত অবস্থা। রাজ্যের দুই বর্ধমানেই জমেছে জল।জলমগ্ন এবার কালনার লালজীর মন্দির। </p>
<p>ভারতবর্ষে ঐতিহ্যবাহী মন্দির হিসেবে স্থান পেয়েছে ভারতের ডাকটিকিটে। দূরদূরান্ত থেকে মানুষ আসে এই রাজবাড়ী চত্বরে এই মন্দিরকে দেখবার জন্য। ২৫ চূড়ার এই মন্দির টেরাকোটা কাজে সমৃদ্ধ। নিকাশি ব্যবস্থা বেহাল দশায় এই মন্দির জলে জলময়। এক হাঁটু জল পেরিয়ে এই মন্দিরে ঢুকতে হচ্ছে। এই মন্দিরের রক্ষণাবেক্ষণে আছেন পুরাতত্ত্ব বিভাগ। পুরাতত্ত্ব বিভাগের অভিযোগ, নিকাশি ব্যবস্থার জন্যই জল মন্দিরের ভেতরে ঢুকছে এবং তা বেরোতে পারছে না।</p>
<p>অপরদিকে, বীরভূমের কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল জল। প্রবল বর্ষণে আগেই জল ঢুকে গিয়েছিল কঙ্কালী মন্দির চত্বরে।বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টিতে জেরেই চারিদিকে অথৈ জল। ভারী বর্ষণে কোপাই নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে।তবে গর্ভগৃহে জল ঢুকতেই ঝুঁকি নিতে রাজি নয় মন্দির কর্তৃপক্ষ।কঙ্কালী মন্দিরের পুজো এবার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।</p>
<p>একদিকে বাঁকুড়া, অপরদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর- দুই জেলার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এবং সদা ব্যস্ত এই রাস্তা। দুর্গাপুর ব্যারেজের ওপর সংযোগকারী রাস্তা, পথচলতি গাড়ি বা মোটরবাইক থেকেই হোক বা সংবাদ মাধ্যমের মাধ্যমের গাড়ি দেখেই হোক, জল ছাড়ার চিত্র চাক্ষুষ দেখতে ভিড় করছে জনতা। কেউ কেউ সেই ছবি মোবাইলে তুলে রাখার চেষ্টা করছেন। নিরাপত্তারক্ষী বা পুলিশ বিপদজ্জনক জায়গায় তাঁদের যেতে নিষেধ করছে। এমনিতেই দু দিনের জল যন্ত্রণায় মানুষের জেরবার অবস্থা। এর মধ্যেই একাংশের জল ছাড়া দেখতে আগ্রহ বাড়ছে ! </p>
<p>আরও পড়ুন, <a title="কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বরের এই এলাকা, ভেঙে পড়ল গাছ, নেমে এল অন্ধকার" href="https://bengali.abplive.com/district/hooghly/tarkeshwar-storm-rampage-santoshpur-area-devastated-after-30-second-storm-1086829" target="_self">কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বরের এই এলাকা, ভেঙে পড়ল গাছ, নেমে এল অন্ধকার</a></p>
<p>উল্লেখ্য, অতি ভারী বৃষ্টিতে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। ডিভিসির দুই জলধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে ও পাঞ্চেত জলাধার থেকে। ৪৮০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে ১২০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত জলাধার থেকে ৩৬০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, দাবি রাজ্যের। টানা বৃষ্টির মধ্যে জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা রাজ্যের। রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, অভিযোগ নবান্নের। হাওড়া, হুগলি, খানাকুল, গোঘাট, আমতায় প্লাবনের আশঙ্কা। </p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1722768861064000&usg=AOvVaw1PjNcuQELUGYRRD67OM_dz">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<p> </p>
Source link
ভারতের ডাকটিকিটে পেয়েছে স্থান, জলমগ্ন এবার কালনার লালজীর মন্দির !
Shares: