কলকাতা: কখনও মেঘলা আকাশ, কখনও রোদ্দুর। এরইমধ্য়ে আচমকা এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে। ২ ধরে কলকাতার আবহাওয়া এমনই। তবে আবহাওয়া দফতর বলছে, সোমবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়। শুক্রবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও দুই পার্বত্য় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 

বঙ্গোপসাগরের উত্তরে এবং লাগোয়া বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকার উপর একটি লো প্রেশার বেল্ট তৈরি রয়েছে। রয়েছে চক্রবাত ঘূর্ণবাত। রয়েছে Monsoon Trough। এখন যা আবহাওয়ার পরিস্থিতি তাতে আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে।

২৬ জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু আগামী কয়েকদিন আর এত বৃষ্টি হবে না এই এলাকায়।  

২৭ জুলাই শুধুমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বৃষ্টি হলেও কোনও সতর্কবার্তা নেই। ২৮ জুলাইয়েও কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে। হলুদ সতর্কবার্তা রয়েছে বাকি কোনও জেলায় নেই। 

আগামীকাল থেকে ২৮ জুলাই সকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হবে।আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী এখানে Widely Spread বৃষ্টি হবে। কিন্তু কোনও সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গের পাঁচ জেলায় Fairly Widely Spread বৃষ্টিপাত হবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। 
২৮ জুলাই গোটা দিন এবং ২৯ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত যা পূর্বাভাস তাতে- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে Widely Spread বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় Fairly Widely Spread বৃষ্টি হবে। একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বৃষ্টিপাত হবে।

আগামীকাল কলকাতা ও হাওড়া শহর এলাকায় মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। মাঝেমধ্যে বৃষ্টি হবে। মোটের উপর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

 

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা:
পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সতর্কবার্তা রয়েছে। বায়ুর বেগ অনেকটাই বেশি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের। 

আরও পড়ুন:  শনিবার খুব সাবধানে থাকুন এই রাশির ব্যক্তিরা! কোনদিকে রাখতে হবে নজর?

আরও দেখুন





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *