NOW READING:
৭০ দিনে ৭ টি বিধানসভায় চিকিৎসকদের নিয়ে ক্যাম্প, ঘোষণা অভিষেকের
November 30, 2024

৭০ দিনে ৭ টি বিধানসভায় চিকিৎসকদের নিয়ে ক্যাম্প, ঘোষণা অভিষেকের

৭০ দিনে ৭ টি বিধানসভায় চিকিৎসকদের নিয়ে ক্যাম্প, ঘোষণা অভিষেকের
Listen to this article


১। ভারতে এসে নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ। পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বর। কী উদ্দেশ্যে ছিল এখানে, খুঁজছেন গোয়েন্দারা। (Bangladesh News)

২। ২ বছর আগেই চলে আসেন ভারতে। যাতায়াত বিভিন্ন রাজ্যে। কলকাতার হোটেলে ছিলেন পর্যটক পরিচয়ে। জাল নথিতে তৈরি পাসপোর্ট-আধার উদ্ধার। চক্রের পিছনে কারা? উঠছে প্রশ্ন। (BNP Leader Arrested)

৩। ধৃত মাতব্বরের ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। পাসপোর্টে ঠিকানা রাজস্থান-দিল্লির। আধার কার্ডে তিনি আবার নদিয়ার বাসিন্দা। কী করে দুই ঠিকানায় সরকারি পরিচয়? কোথায় নজরদারি?

৪। উত্তপ্ত বাংলাদেশ, চট্টগ্রামের পাথরঘাটায় শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরে ভাঙচুর। হামলা মন্দিরের পাশের বাড়ি ও দোকানে।

৫। হামলা পটিয়া উপজেলার ইসকন মন্দিরেও। চলল ভাঙচুর। দুষ্কৃতীদের নিশানায় কিশোরগঞ্জে ইসকন পরিচালিত নামহট্ট সঙ্ঘও। আসবাবপত্র ভেঙে চালানো হয়েছে তাণ্ডব। (ISKCON Temple)

৬। জ্বলছে বাংলাদেশ। শান্তি কামনায় কাল বিশ্বের সবকটি ইসকন সেন্টারে হবে প্রার্থনা 

৭। অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিপন্ন বাংলাদেশে থাকা আত্মীয়রা। চিন্তায় কাকদ্বীপের বহু পরিবার।

৮। শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রয়োজনে ২ কেন্দ্র থেকে দাঁড়াব, জিতে দেখাব। দলের শৃঙ্খলারক্ষা কমিটির মিটিং ডেকে মুখ্যমন্ত্রীকে জানিয়ে ব্যবস্থা নেব, মন্তব্য শোভনদেবের। (Humayun Kabir)

৯। রাজ্যের তরফে ফের ডেঙ্গির তথ্য কেন্দ্রকে না দেওয়ার অভিযোগ। গত বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মিলেছে তথ্য। চলতি বছরে ২১ ফেব্রুয়ারির পর নেই কিছু, উল্লেখ স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে। (Dengue Situation)

১০। শীতের শুরুতে চিন্তা বাড়াচ্ছে নতুন উপসর্গ। আক্রান্তদের ফুসফুসে প্রভাব, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এমন উপসর্গ দেখা দিতে কোভিডের সময়, মত চিকিৎসকদের।

১১। শিলিগুড়ির দেশবনধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে শুরু উত্তরের খাইবার পাস। আজ দ্বিতীয় দিন। চলবে আগামী রবিবার পর্যন্ত।
উত্তরের খাইবার পাস



Source link