পিয়ালি মিত্র: চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে বাংলাদেশ-ভারত চাপান উতোরের মধ্যেই কলকাতায় আটক এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে অনুপ্রবেশকারীকে আটক করে পুলিস। জাল নথিপত্র বানিয়ে তিনি ভারতে ঢুকে পড়েন বলে দাবি পুলিসের। জানা যাচ্ছে ধৃতের বাড়ি বাংলাদেশের মাদারিপুর এলাকায়।
আরও পড়ুন-মসজিদে মিলল ২৯ বস্তা টাকা, পুলিসে ছয়লাপ এলাকা
পুলিস সূত্রে জানা যাচ্ছে জাল পরিচয়পত্র বানিয়ে টানা ২ বছর ওই বাংলাদেশি ছিলেন পার্কস্ট্রিট এলাকায়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিসের তরফে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বাংলাদেশের মাদারিপুরের ওই বাসিন্দার আসল নাম সেলিম মাতব্বর। এখানে তিনি ছিলেন রবি শর্মা নাম নিয়ে। কাজ করতেন এক হোটেলে।
ধৃতের দাবি, বাংলাদেশে তিনি বিএনপি করতেন। বছর দুয়েক আগে দেশে কিছু সমস্যার জন্য তিনি ভারতে চলে আসেন। এদেশে থাকার জন্য সে বেশকিছু জাল নথি বানিয়েছিল। সেইসব নথির বলেই সে এখানে পাসপোর্টও তৈরি করে ফেলেন। সেখানে লেখা রয়েছে তার নাম রবি শর্মা। রাজস্থানের বাসিন্দা হলেও তার ঠিকানা দিল্লির একটি জায়গায়। বর্তমানে কলকাতার একটি হোটেলে কাজ করছিলেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, তাদের কাছে যে পরিচয়পত্র দেওয়া হয়েছে তার ভিত্তিতেই তাকে কাজ দেওয়া হয়।
পুলিস জানার চেষ্টা করছে সেলিম ওরফে রবি শর্মাকে কে জাল নথি বানিয়ে দিয়েছিল। এখানে কারা তাকে আশ্রয় দিয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)