<p><strong>কলকাতা:</strong> সিবিআই স্ক্যানারে রাজ্যের বিভিন্ন পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি। ২০১৪ সালের পর ১৭টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। অর্ধেকের বেশি চাকরিই বেআইনি ভাবে, উল্লেখ সিবিআই চার্জশিটে। বেআইনি ভাবে সবথেকে বেশি চাকরির অভিযোগ দক্ষিণ দমদম পুরসভায়।</p>
<p>দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই নজরে ৩২৯ জনের নিয়োগ। কামারহাটিতে ৩০৩ জন, বরানগরে ২৭৬ জন, টিটাগড়ে ২২১ জনের নিয়োগও সিবিআই রাডারে। কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভায় ভুরি ভুরি বেআইনি চাকরির অভিযোগ। কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ, বীরনগর বেআইনি ভাবে নিয়োগের অভিযোগের তদন্তে সিবিআই। সিবিআই সূত্রে খবর, প্রতিটি পুরসভায় নিয়োগ হয়েছিল অয়ন শীলের সংস্থার মাধ্যমে। পানিহাটি ও টাকি পুরসভাকে ক্লিনচিট সিবিআইয়ের।</p>
<p>সম্প্রতি পুর নিয়োগ মামলায় প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। সূত্রের খবর, তাতে অয়ন শীল এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের নাম ছিল। সিবিআই সূত্রে দাবি, করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় একইদিনে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই দিনেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে চাকরি হয়েছিল ২৯ জনের। কিন্তু কার নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদে তার কোনও সদুত্তর দিতে পারেননি প্রাক্তন চেয়ারম্যান। কাগজপত্র না দেখে কিছুই বলতে পারব না, প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন পাঁচুগোপাল রায়।</p>
<p>আরও পড়ুন, <a title="BJP প্রার্থীর বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ মাদক ! হানা দিতেই BSF-র গাড়ি ভাঙচুর, আহত ১.." href="https://bengali.abplive.com/news/tripura-police-rescues-huge-amount-of-drug-from-bjp-candidate-house-while-raid-1084849" target="_self">BJP প্রার্থীর বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ মাদক ! হানা দিতেই BSF-র গাড়ি ভাঙচুর, আহত ১..</a></p>
<p>যে দিন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোল, সেদিনই হয়ে গেল নিয়োগের প্রক্রিয়া। আরও চমকে দেওয়ার মতো তথ্য হল, সেই একইদিনে ইস্যু করে দেওয়া হল অ্যাপয়েন্টমেন্ট লেটার আর ওই একদিনেই, চাকরিতে যোগও দিয়ে দিলেন চাকরিপ্রার্থীরা।নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম চার্জশিট দিয়ে, এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, <a title="করোনা" href="https://bengali.abplive.com/topic/COVID-19" data-type="interlinkingkeywords">করোনা</a>কালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়, এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল, একজন-দু’জনের নয়, ২৯ জনের। একই দিনে বিজ্ঞপ্তি, নিয়োগের চিঠি ও কাজে যোগ, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে দাবি CBI-এর।</p>
<div class="adL">(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</div>
<div class="adL"> </div>
<div class="adL"><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1722041330435000&usg=AOvVaw2XSRZvqwJj22ilEeP67_9K">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></div>
Source link
CBI স্ক্যানারে পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি ! অভিযোগের শীর্ষে দক্ষিণ দমদম..
Shares: