NOW READING:
‘কত হিম্মত আছে দেখি, আমি দাঁড়িয়ে আছি’, বুথ থেকে ‘এজেন্ট বের করে দেওয়ার পর’ রুখে দাঁড়ালেন BJP
November 13, 2024

‘কত হিম্মত আছে দেখি, আমি দাঁড়িয়ে আছি’, বুথ থেকে ‘এজেন্ট বের করে দেওয়ার পর’ রুখে দাঁড়ালেন BJP

‘কত হিম্মত আছে দেখি, আমি দাঁড়িয়ে আছি’, বুথ থেকে ‘এজেন্ট বের করে দেওয়ার পর’ রুখে দাঁড়ালেন BJP
Listen to this article


 

আবির দত্ত, কলকাতা :  বুধবার রাজ্য়ের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন পর্ব শুরু হয়েছে। ভোটগ্রহণ চলছে কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা, এই ৬ আসনে। সবকয়টি ক্ষেত্রেই বিধায়ক গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় আসনগুলি খালি হওয়ার দরুণ উপনির্বাচন হচ্ছে। এই কেন্দ্রগুলির মধ্যে একমাত্র মাদারিহাটই ছিল বিজেপির দখলে, বাকি সবকয়টি কেন্দ্রই রাজ্যের শাসকদলের দখলে।

ভোটগ্রহণের দিন সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার নৈহাটি। এখানকার জেটিয়া হাইস্কুলে ৭৯ নম্বর বুথের বাইরে বিজেপির
পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করেছে বিজেপি। এখানে গেরুয়া শিবিরের প্রার্থী রূপক মিত্র। তিনি অভিযোগ করলেন বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ারও। আরু গেরুয়া শিবিরের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও সেখানে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। প্রার্থীর অভিযোগ, বুথের বাইরে তো বাহিনী, বুথের ভেতরে তৃণমূল বসতে না দিলে কী করবে ! 

বুধবার ভোট শুরুর আগেই নৈহাটির মালঞ্চ হাইস্কুলের ৬৩ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপির এজেন্টকে বসতে দিতে বাধা দেয় শাসকদলের এজেন্টরা। অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে  বিজেপি প্রার্থী রূপক মিত্র নিজে গিয়ে এজেন্টকে বুথে বসান। বিজেপি প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করে আপত্তি জানান তৃণমূল কর্মীরা। এই নিয়ে ফের বুথের বাইরে উত্তেজনা ছড়ায়।   

আরও পড়ুন, ভোটপ্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন



Source link