কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Incident) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের নারকীয় ঘটনার বিচার চেয়ে দিনের পর দিন পথে জুনিয়র ডাক্তাররা। তাঁদের সঙ্গ দিয়ে দিকে দিকে প্রতিবাদে সামিল সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও (Justice For RG Kar)। যাঁরা এই আন্দোলনের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাঁদের অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তবে দিন কয়েক ধরে তাঁর ‘হাসি মুখে ছবি’ তোলা নিয়েও তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। এবার ফের একবার সেই হেসে ছবি তুলে পোস্ট করেই ট্রোলারদের সপাট জবাব দিলেন নায়িকা। 

‘প্রতিবাদে আছি, চিৎকারে আছি, হাসিতেও আছি’

ডাক্তারদের সঙ্গে গলা মেলানো হোক, রাত জেগে অবস্থান বিক্ষোভ হোক, হাসপাতালে গণ কনভেনশন হোক, মোমবাতি মিছিল হোক বা মাইক্রোফোনে স্লোগানিং হোক… আরজি কর কাণ্ডের তীব্র প্রতিবাদের একেবারে প্রথম সারিতে দেখা মিলেছে স্বস্তিকার। বৃহস্পতিবার অনেকটাই রাতের দিকে খান তিনেক ছবি পোস্ট করেন অভিনেত্রী। সবকটিতেই তাঁকে হাসতে দেখা যাচ্ছে। একটিতে তাঁরা অবস্থানে বসে, পাশে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তীও। স্বস্তিকার পরনে কালো চুড়িদার, সঙ্গে ব্যাচ যাতে বিচারের দাবি। 

ক্যাপশনে লেখেন, ‘গতকাল এসএসকেএম গিয়েছিলাম, গণ কনভেনশনে, কলকাতার সবচেয়ে বড় সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররা কথা বললেন, কী দৃঢ়, বলিষ্ঠ তাদের কণ্ঠ, শুনলেও মনে হয়, না সুদিন ঠিক আসবে, এত মানুষের ক্রন্দন বিফলে যাবে না। সেখান থেকে বেরিয়ে গেলাম যাদবপুর ৮বি। কেপিসি ডাক্তাররা রাস্তায় নেমেছিলেন, তাঁদের সঙ্গে পা মেলাতে। যাদবপুর থানার সামনে অবস্থান হল, তাঁদের সঙ্গে বসলাম। সঙ্গে ছিলেন সুদীপ্তা চক্রবর্তী আর সৌম্য বন্দ্যোপাধ্যায়। অনেক সন্ধ্যায় কোমরটা কাহিল হয়ে পড়ায় বাড়ি ফিরলাম। সাউথ সিটির পাশ থেকে একটা রিকশা নিলাম, আমি আর সৌম্য। খুব জ্যাম বলে যেতে না চেয়ে তারপর মুখ চিনে কী ভাগ্যি দাদা আমাদের নিয়ে রওনা দিলেন। সৌম্য আগে নেমে গেল, তারপর আমি চালকের সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরলাম। কত ভাড়া হল জিজ্ঞেস করতে সে কিছুই বলে না। পার্সে যা খুচরো ছিল সবটাই দিয়ে বললাম দাদা আপনার মতো করে প্রতিবাদের সঙ্গে থাকবেন। কতদিন পর রিকশা চড়লাম। আমার ব্যাচটা দেখে চালক দাদা বেশ খুশি হয়েছিলেন। এই ছোট ছোট ভাল লাগার জন্যও মুখে হাসি আসে। এই ছবিগুলো তুলে মেয়েকে পাঠালাম, জানাতে যে ঠিক আছি। প্রতিবাদে আছি, চিৎকারে আছি। হাসিতেও আছি। এত দূরে থাকে। সব কিছুর মধ্যেও মনটা ওর কাছে পড়ে থাকে। যারা মা তারা বুঝবে।’

 


আরও পড়ুন: Mahalaya on OTT Platform: প্রথমবার ওয়েব সিরিজে ‘মহিষাসুরমর্দিনী’, মহালয়ার সকালে দুর্গারূপে আসছেন রাজনন্দিনী

দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় বিপুল বিতর্কের সৃষ্টি হয়। ‘প্রতিবাদী মিছিলে গিয়ে কেন হেসে সেলফি তুলে পোস্ট করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়?’ নেটিজেনদের এই প্রশ্নের মুখেই পড়তে হয় তাঁকে। যদিও সোশ্যাল মিডিয়ায় তৈরি বিতর্কের সপাট জবাব সোশ্যাল মিডিয়াতেই পাল্টা পোস্টে দিতে স্বস্তিকার জুড়ি মেলা ভার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *