<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: </strong>বসন্তেই তীব্র দহনজ্বালা। কাল থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান। জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রিতে। একদিকে দক্ষিণবঙ্গ গরমে পুড়বে, আরেক দিকে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে আবহাওয়া দফতর জানিয়েছে।<strong><br /></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="Mamata Banerjee: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী কর্মসূচি?" href="https://bengali.abplive.com/district/mamata-banerjee-to-visit-london-on-march-21-at-the-invitation-of-oxford-university-1123468" target="_self">Mamata Banerjee: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী কর্মসূচি?</a></strong></p>
Source link
বসন্তেই তীব্র দহনজ্বালা, কাল থেকেই ঊর্ধ্বমুখী পারদ

+ There are no comments
Add yours