NOW READING:
WATCH Best Catch Of IPL 2025: অবিশ্বাস্য ক্যাচ! শূন্যে ভাসমান ফিল্ডার, এখনই সব ছেড়ে ভিডিয়ো দেখুন…
April 30, 2025

WATCH Best Catch Of IPL 2025: অবিশ্বাস্য ক্যাচ! শূন্যে ভাসমান ফিল্ডার, এখনই সব ছেড়ে ভিডিয়ো দেখুন…

WATCH Best Catch Of IPL 2025: অবিশ্বাস্য ক্যাচ! শূন্যে ভাসমান ফিল্ডার, এখনই সব ছেড়ে ভিডিয়ো দেখুন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরুণ জেটলি স্টেডিয়ামে, দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (DC vs KKR, IPL 2025)। গত মঙ্গলবার আইপিএলের ৪৮ নম্বর ম্যাচে কেকেআর টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২০৪ রান তুলেছিল। জবাবে দিল্লি ১৯০/৯ তুলতে পেরেছিল। খেলার পরে চর্চায় এখন দ্বীপরাষ্ট্রের ক্রিকেটার দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera)। শূন্যে ভেসে অবিশ্বাস্য ক্যাচ নিলেন তিনি। অনেকের মতে চলতি লিগের এটাই এখনও পর্যন্ত সেরা ক্যাচ। 

কেকেআর ইনিংসের শেষ ওভার হাতে তুলে নিয়েছিলেন মিচেল স্টার্ক। ন’নম্বরে নেমেছিলেন অনুকূল রায়। স্টার্ক ওয়াইড ইয়র্কার করেছিলেন। অনুকূল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে হাফ ভলি ফ্লিক করেন। কিন্তু বলটি চামিরার কাছে চলে যায়, তিনি ওই অঞ্চলেই দাঁড়িয়ে ছিলেন। তবে, শ্রীলঙ্কার আন্তর্জাতিক খেলোয়াড় ছুটে গিয়ে পূর্ণ-দৈর্ঘ্যের ডাইভ দিয়ে একটি অসাধারণ ক্যাচ নেন। স্টার্ক যা দেখে হাততালি দিয়ে অভিবাদন জানান চামিরাকে।

আরও পড়ুন: মাঠে রিঙ্কুকে সপাটে থাপ্পড় কুলদীপের! লাইভ টিভির ফুটেজ ঘিরে তুমুল শোরগোল…

দিল্লির বিরুদ্ধে ১৪ রানের জয়ের ফলে কেকেআর তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল। এখন কেকেআরের ঝুলিতে ১০ ম্যাচে ৯ পয়েন্ট এল। যদিও লিগ টেবলে ৭ নম্বরেই রয়েছেন অজিঙ্কা রাহানেরা। যদিও দিল্লির এই হারের পরেও প্লে-অফের লড়াইয়ে খুব একটা কিছু ফারাক পড়েনি। তারা শেষ চারের দাবিদার। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি লিগ টেবলে চার নম্বরে রয়েছে। প্লে-অফের লড়াইয়ে দিল্লির প্রতিদ্বন্দ্বিতা এখন লখনউ সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংসের সঙ্গে। 

আরও পড়ুন: IPL 2025: আইপিএলের মাঝে ভারত থেকে গায়েব পুরো ফ্র্যাঞ্চাইজি!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link