নয়াদিল্লি: স্বাস্থ্য ও জীবন বিমার ওপর ১৮ শতাংশ GST প্রত্যাহারের দাবিতে আজও উত্তাল হতে পারে সংসদ। অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ বিরোধী দলের সাংসদদের। স্বাস্থ্য ও জীবন বিমার ওপর ১৮ শতাংশ GST নি়য়ে সংসদে সরব হয়েছে তৃণমূল।প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে।
জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর থেকে ১৮ শতাংশ GST প্রত্যাহারের দাবিতে, নিতিন গডকড়ীর পথে হেঁটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা থেকে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা। GST ঠিক করে কাউন্সিল, সেখানে রাজ্যের অর্থমন্ত্রী কেন দাবি জানাননি? পাল্টা তুলল বিজেপি। স্লোগান ওঠে,’ লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম থেকে GST ফিরিয়ে নাও। মেডিক্যাল ইনসিওরেন্স থেকে GST ফিরিয়ে নাও।’
জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে যে ১৮ শতাংশ GST দিতে হয়, তা প্রত্যাহারের দাবি উঠেছে বিজেপির অন্দর থেকেই। গত সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে ওই GST প্রত্যাহারের আর্জি জানিয়েছেন বিজেপির সাংসদ এবং মোদি সরকারের সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। এবার সেই একই দাবিতে সরব হল তৃণমূল। সোশাল মিডিয়ায় পোস্ট করার পর, এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর লোকসভায় সরব হলেন তাঁর দলের সাংসদরা। জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর GST নিয়ে আলোচনা চান তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বক্তব্য রাখেন তৃণমূলের আরও এক চিকিৎসক সাংসদ শর্মিলা সরকার থেকে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
লোকসভার দলনেতা, তৃণমূল কংগ্রেস, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,’আমাদের স্পষ্ট দাবি, লাইফ ইনসিওরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য, তার উপরে GST আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে আশ্বস্ত করতে হবে এবং এই সিদ্ধান্তকে ফিরিয়ে নিতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব, আমরা লড়াই চালিয়ে যাব।’
আরও পড়ুন, সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপ্রকদের সংখ্যা জানাল SSC
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন