<p>ABP Ananda Live: শিয়ালদা স্টেশনে উপস্থিত হয়েছেন নৌশাদ সিদ্দিকি। ‘ভয় পেয়ে বাধা দিচ্ছে প্রশাসন। এটা সংবিধান রক্ষার আন্দোলন।’ মন্তব্য নৌশাদের।</p>
<p> </p>
<p><strong>পুলিশের ৫টি বাইকে আগুন, পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর করে রাস্তায় উল্টে দিল দুষ্কৃতীরা ! ওয়াকফ-আগুনে জ্বলছে ভাঙড়ও !</strong></p>
<p>ওয়াকফ আঁচে মুর্শিদাবাদের পর এবার অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ও। ভাঙড়ের শোনপুরে পুলিশের ৫টি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হল। প্রথমে ইট দিয়ে ভাঙচুর করা হয়, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকগুলিতে। কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। রাস্তার উপর জ্বলছে পুলিশের ৫টি বাইক। কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরা। রাস্তায় উল্টে পড়ে আছে পুলিশের প্রিজন ভ্যান। উত্তর কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ে শোনপুরে গাড়ি-বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এত পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে পুলিশের বাইকে আগুন, গাড়িতে ভাঙচুর করা হল ? তা নিয়ে উঠছে প্রশ্ন। ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে, তাও কীভাবে নজর এড়িয়ে হামলা চালাল দুষ্কৃতীরা ? এনিয়ে প্রশ্ন উঠছে।</p>
Source link
‘ভয় পেয়ে বাধা দিচ্ছে প্রশাসন, এটা সংবিধান রক্ষার আন্দোলন’, মন্তব্য নৌশাদের
