কলকাতা: দর্শকের চাহিদায় ফের ছোটপর্দায় হাজির হয়েছে ‘ইন্দ্রাণী’ (Indrani)। ২০২২ সালে কালার্স বাংলায় (Colors Bangla) সম্প্রচারিত হওয়া জনপ্রিয় ধারাবাহিক এটি, যা পুনরায় সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তার একটাই কারণ, বারবার দর্শকের তরফে এই ধারাবাহিক দেখানোর আর্জি। ইতিমধ্যেই পুনঃসম্প্রচার শুরু হয়েছে এই ধারাবাহিকের। মুখ্য চরিত্রে অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)।

কালার্স বাংলায় ফের শুরু হয়েছে ‘ইন্দ্রাণী’

২২ জুলাই থেকে, বিকেল ৫টায় পুনরায় শুরু হয়েছে ‘ইন্দ্রাণী’ ধারাবাহিকের সম্প্রচার কালার্স বাংলায়। জীবনে একাধিক ক্ষতি দেখেছে ইন্দ্রাণী। অভাবনীয় শূন্যতা এসেছে তার জীবনে। মা-বাবা, পরিবারের মৃত্যু, এবং নিজের ডাক্তারি কেরিয়ারের শেষ হয়ে যাওয়া, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছে সে। এক সাংঘাতিক দুর্ঘটনায় নিজের ছেলেকে হারায় ইন্দ্রাণী এবং অত্যাচারী বর তাকে ছেড়ে চলে যায়। এতগুলো হৃদয় বিদারক পরীক্ষা সত্ত্বেও, মানবতার প্রতি ইন্দ্রাণীর আশা ও বিশ্বাস অটুট থাকে। ইন্দ্রাণী তার শ্বশুরবাড়ির এবং মেয়ের যত্ন নেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করে, সঙ্গে একটি হাসপাতাল পরিচালনা করে যেখানে তার উপস্থিতি তার চারপাশের লোকদের জন্য স্বস্তি এবং আনন্দ নিয়ে আসে। যদিও সে নিজের কর্তব্য পালনে অবিচল, কিন্তু তার সদা হাস্যময় মুখের অন্দরে কোথাও যেন একটা গভীর একাকীত্ব এবং সাহচর্যের আকাঙ্ক্ষা রয়ে যায়।

ধারাবাহিকের গল্প নতুন মোড় নেয়, যখন আদিত্য, ওই হাসপাতালের মালিকের নাতি, সেখানে ডাক্তার হিসেবে কাজ শুরু করে। প্রথমে আত্মকেন্দ্রিক এবং শিষ্টাচার বা নিয়মকানুনের প্রতি উদাসীন থাকলেও, আদিত্যর আসল সহানুভূতিশীল স্বভাব বেরিয়ে আসে ইন্দ্রাণীর সঙ্গে যখন সে মিশতে শুরু করে। যত তারা একে অপরের কাছে আসতে শুরু করে, যুবক আদিত্য ধীরে ধীরে ইন্দ্রাণীর প্রেমে পড়তে শুরু করে। আর অন্যদিকে ইন্দ্রাণী ১৩ বছরের ছোট পুরুষের প্রতি নিজের ভালবাসা, নিজের অনুভূতি চাপা দিতে অবিরাম চেষ্টা করে চলে। 

পরিস্থিতি জটিল হয় যখন ইন্দ্রাণীর ছেড়ে চলে যাওয়া স্বামী ফেরত আসেন। ইন্দ্রাণীর জীবনের ক্ষণিকের শান্তি নষ্ট করার হুমকি দেয় সে। একদিকে আদিত্যর বাবা তাদের এই সম্পর্ককে সমর্থন করলেও, বাকি সকলেই, প্রকাশ্যে ও আড়ালে, এই সম্পর্কের বিরোধী। সমাজ ইন্দ্রাণীকে চরিত্রহীনা বলে দেগে দেয়, এমনকী তার নিজের মেয়ে পর্যন্ত মায়ের এই সম্পর্ককে মেনে নিতে পারে না। এত বাধা বিপত্তি সত্ত্বেও, আদিত্য কোনও মতেই ইন্দ্রাণীর সঙ্গ ছাড়ে না।

‘ইন্দ্রাণী’ ধারাবাহিকের সারমর্ম নিহিত রয়েছে কীভাবে আদিত্য ইন্দ্রাণীকে তাদের এই ভালবাসাকে আলিঙ্গন করতে রাজি করায় এবং কীভাবে তারা সামাজিক চাপ এবং ব্যক্তিগত বাধাগুলিকে কাটিয়ে নিজেদের জীবনে এগিয়ে চলে। ২০২২ সালে এই ধারাবাহিক দেখানো হয়। গল্পের ধারা বজায় রেখে ২৬৫ পর্বের পর তা শেষ হয়। কিন্তু দর্শকের ভালবাসায় ফের ফিরেছে ‘ইন্দ্রাণী’।

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *