ফের বিরাট কোহলির হাতেই উঠছে আরসিবির নেতৃত্বের ব্যাটন? জল্পনা নিয়ে মুখ খুললেন আরসিবি আধিকারিক
![ফের বিরাট কোহলির হাতেই উঠছে আরসিবির নেতৃত্বের ব্যাটন? জল্পনা নিয়ে মুখ খুললেন আরসিবি আধিকারিক ফের বিরাট কোহলির হাতেই উঠছে আরসিবির নেতৃত্বের ব্যাটন? জল্পনা নিয়ে মুখ খুললেন আরসিবি আধিকারিক](https://i1.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/06/3fc53d00c25a8e8974d78b0b05a57bb61738847986950507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
নয়াদিল্লি: আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও বেশ দিনকয়েক বাকি। তবে ইতিমধ্যেই ধীরে ধীরে আইপিএল ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সিংহভাগ দলই আসন্ন মরশুমের জন্য নিজেদের অধিনায়ক ঠিক করে ফেলেছে। তবে যে কয়টি দলের এখনও অধিনায়ক ঘোষণা বাকি রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। আরসিবির অধিনায়ক কে হবেন? বিরাট (Virat Kohli) ভক্তরা আশা করছেন আবার কোহলির হাতেই যেন ব্যাটন ওঠে। তাঁদের শখ কি পূরণ হবে?
আরসিবির অধিনায়ক কে হবেন, এই নিয়ে মুখ খুলেছেন ফ্র্য়াঞ্চাইজির প্রধান কার্যনির্বাহী আধিকারিক রাজেশ মেনন। তাঁর দাবি আরসিবি দলে কিন্তু অধিনায়ক হওয়ার যোগ্য একাধিক তারকা রয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। আমাদের দলে একাধিক নেতা রয়েছেন। অন্তত চার, পাঁচজন বিকল্প আছে। আমাদের কী করা উচিত সেই বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছব।’
বিরাট কোহলি ১০ বছর আরসিবির অধিনায়কত্ব করেছেন। তবে দলকে খেতাব জেতাতে পারেননি। ২০২১ সালের আইপিএল চলাকালীনই নিজের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন কোহলি। তিনি মোট ১৪৩টি আইপিএল ম্যাচে ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে ৬৬টি ম্যাচে জয় পেয়েছেন। তবে ৭০টি ম্যাচ হারতে হয়েছে তাঁকে। ফের একবার তাঁকে আরসিবি অধিনায়কের ভূমিকায় দেখা যায় কি না, সেটাই এবার দেখার বিষয়।
আরও পড়ুন: আসন্ন আইপিএল মরশুমের জন্য জার্সি প্রকাশ্যে আনল রুতুরাজ, ধোনিদের চেন্নাই সুপার কিংস
আরও দেখুন