জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার আলিয়া ভাটের (Alia Bhatt) জন্মদিন। বৃহস্পতিবারই জন্মদিন কাটাতে আলিবাগে পাড়ি দিয়েছেন আলিয়া ও রণবীর। এদিনই মিডিয়ার বন্ধুদের সঙ্গে কেক কেটেছেন অভিনেত্রী। বলিউডের চলতি সময়ের জনপ্রিয় ও দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন তিনি। এবার কান চলচ্চিত্র উত্সবে ডেবিউ করতে চলেছেন তিনি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
২০২৪ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম উঠেছিল তাঁর। তিনি এখন গ্লোবাল স্টার। মেট গালার লাল গালিচায় পশ্চিমী তারকাদের ভিড়ে হেঁটে গত বছরই তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। আর এবার কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের জন্য যোগ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মুম্বইয়ে প্রি বার্থডে সেলিব্রেশনে যোগ দেন আলিয়া ভাট। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ফাঁস করলেন বড় খবর!
আরও পড়ুন- Aamir Khan introduce girl friend: ৬০-এও তীব্র ‘রং দে বাসন্তী’, আমিরের বাগানে গৌরী-ই ফুল! নতুন প্রেমের প্রথম প্রকাশ…
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা। সেই আমন্ত্রণ এবার আলিয়া ভাটের কাছে। গুঞ্জন আগে শোনা গিয়েছিল, তবে বৃহস্পতিবার জল্পনায় সিলমোহর বসালেন অভিনেত্রী নিজেই। আলিয়া জানালেন, মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেব।
আরও পড়ুন- Tv Actress Divorce: ‘গাড়িতে ট্র্যাকার বসিয়েছে বর, পরকীয়া সন্দেহে হেনস্থা!’, ৪ মাসেই বিয়ে ভাঙলেন ছোটপর্দার নায়িকা
প্রসঙ্গত, করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘কুইন’। দ্বিতীয় সিনেমা ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছিলেন আলিয়া ভাট। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি একাধিক পুরস্কার জিতেছেন তিনি। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদন দুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours