NOW READING:
Women Harassment in Holi: রং খেলার নামে মহিলাদের গোপনাঙ্গ ছোঁয়া! অভিনেতার পোস্ট ঘিরে তুলকালাম…
March 14, 2025

Women Harassment in Holi: রং খেলার নামে মহিলাদের গোপনাঙ্গ ছোঁয়া! অভিনেতার পোস্ট ঘিরে তুলকালাম…

Women Harassment in Holi: রং খেলার নামে মহিলাদের গোপনাঙ্গ ছোঁয়া! অভিনেতার পোস্ট ঘিরে তুলকালাম…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোল বা হোলির উৎসব সারা দেশ জুড়ে রঙ এবং আনন্দের সঙ্গে উদযাপিত হচ্ছে আর এই উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর প্রদেশের ছোট শহর বরসানা এবং নন্দগাঁও , যেখানে হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী এই উৎসবে অংশগ্রহণের জন্য আসেন। হোলির আনুষ্ঠানিক তারিখের অনেক আগেই শুরু হয় লাঠমার, সারা দেশ থেকে ভক্তরা বিখ্যাত লাঠমার হোলিতে অংশ নিতে আসেন, যা আসলে পুরুষ এবং মহিলাদের রঙের লড়াই।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

রঙের এই উদযাপনের মধ্যেই উঠে এসেছে মহিলাদের প্রতি দুর্ব্যবহারের কিছু অস্বস্তিকর ঘটনা, যা আনন্দের এই অনুষ্ঠানকে বিঘ্নিত করছে। এই উৎসবের সময় মহিলাদের লক্ষ্য করে অশ্লীল মন্তব্য ও মহিলাদের হেনস্থার খবর উঠে আসছে শিরোনামে। অভিনেতা ও ব্লগার তুষার শুক্লার শেয়ার করা একটি সাম্প্রতিক ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা। ভিডিয়োতে দেখা যায়, হোলি উৎসবে যোগ দিতে বারসানা সফরকারী শুক্লা হোলি উৎসবের সময় কিছু ব্যক্তির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভিডিয়োতে তুষার শুক্লা মন্তব্য করেন, “আজ আমি বরসানায় হোলি খেলতে গিয়েছিলাম। সবকিছুই দারুন ছিল, মজার ছিল। কিন্তু আমার একটা প্রশ্ন আছে – বরসানায় কি কেবল মেয়েরাই হোলি খেলতে যায়? কেন তাদের সরাসরি এত অশালীনভাবে টার্গেট করা হয়? পুরুষরাও আসে, তাহলে কেন তাদের সঙ্গে মিশবেন না?” ভিডিয়োতে, তুষার রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ কিছু দৃশ্য তুলে ধরেন, যেখানে দেখা যায় কীভাবে পুরুষেরা মেয়েদের গোপনাঙ্গ লক্ষ্য করে রং ছুঁড়ছে। এমনকী কিছু ব্যক্তি পিছন থেকে “ওদের ভেজাও” এর মতো অশ্লীল মন্তব্যও করেন। ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে যায়, মহিলাদের প্রতি এই অশ্লীল আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।

আরও পড়ুন- Bollywood’s Dark Secret: ‘বলিউডে সবাই দুমুখো, শুয়েও কাজ পেতে রাজি! সিক্রেট হোয়াটসঅ্যাপে গ্রুপে হয় রফা…’

তুষার শুক্লা স্পষ্ট করে বলেন যে বিষয়টি স্থানীয়দের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং উৎসবে অংশগ্রহণ করতে আসা বহিরাগতরাও এই ঘটনা ঘটায়। তিনি বলেন, “আমি বলছি না যে কেবল স্থানীয়রা দায়ী। বহিরাগতরাও এতে জড়িত। কিন্তু আমার একটা সহজ প্রশ্ন আছে – তোমাদের ঘরে কি মহিলা নেই? তোমরা উৎসব উপভোগ করতে বারসানায় এসেছ, কিন্তু দয়া করে এই জায়গা বা এর সংস্কৃতির অবমাননা করো না। তুমি স্থানীয় হও বা দর্শনার্থী, সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ” ।

এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছে। এক ব্যক্তি এই আচরণে হতাশা প্রকাশ করে বলেছেন, “মানুষ নিজেদের দেখানোর জন্য পাগল হয়ে গেছে। প্রয়োজনে বাড়িতেই সম্মানের সঙ্গে হোলি উদযাপন করুন। যারা এই ধরনের অসভ্যতামি করেন, তাদের মা-বোনদের সাথে হোলি খেলতে বাধ্য করা উচিত। তারা এই সুন্দর উৎসবকে রসিকতায় পরিণত করেছে।”

আরও পড়ুন- Dino Morea: ‘আমিই বিপাশাকে ছেড়ে গিয়েছিলাম, ওকে কষ্ট দিয়েছি’, বিচ্ছেদের ২৩ বছর পর আক্ষেপ ডিনোর!

অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা, বিশেষ করে মহিলারা, যারা এই উৎসবের মাধুর্য নষ্ট করে তাদের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন। একজন মহিলা নেটিজেন মন্তব্য করেছেন, “এই ধরনের অসভ্য ব্যক্তিরা এই পবিত্র স্থানের সুনাম নষ্ট করে। সেখানকার মহিলাদের উচিত এই ধরনের নীচ এবং সস্তা আচরণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা, এমনকী যদি এর জন্য জুতা ব্যবহার করতে হয়, তাও করা উচিত।” আরেকজন মহিলা আরও যোগ করেছেন, “আপনি যেভাবে এই বিষয়টি উত্থাপন করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলারা নিয়মিতভাবে এই ঘৃণ্য কাজের মুখোমুখি হন এবং এখনই সময় এসেছে আমাদের এটিকে সরাসরি মোকাবিলা করার।”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link