<p><strong>নয়াদিল্লি:</strong> ধান কেনায় কেলেঙ্কারি এবং জমি বিক্রির ক্ষেত্রে স্ট্য়াম্প দুর্নীতি নিয়ে পরপর খবর করছিলেন। সেই সাংবাদিককেই, রাস্তার ওপর গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। দিনেদুপুরে হাইওয়ের ওপর তাড়া করে খুন করা হল তরুণ সাংবাদিককে!<br /> <br /> হাড় হিম করা… জঘন্য়… নিন্দনীয় এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সীতাপুরে। শনিবারের এই ঘটনার পর দু-দু’টো দিন পেরিয়ে গেলেও, কাউকে গ্রেফতার করেনি পুলিশ। যোগী রাজ্য়ে সাংবাদিকের এই মর্মান্তিক পরিণতিতে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে। দুর্নীতির খবর করেই কি প্রভাবশালীদের রোষে পড়লেন উত্তরপ্রদেশের তরুণ সাংবাদিক? দুর্নীতি ফাঁস করার জন্য়ই কি চিরতরে পৃথিবী সরিয়ে দেওয়া হল তাঁকে? কিন্তু, যে সংবাদমাধ্য়মকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, তার কর্মীর ওপর এভাবে আক্রমণ নেমে আসবে কেন? কর্তব্য় পালনের মাসুল কেন প্রাণ দিয়ে গুনতে হবে এক তরুণ সাংবাদিকক? নিহত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। </p>
<p> ৩৫ বছর বয়সী রাঘবেন্দ্র দৈনিক জাগরণের স্থানীয় সাংবাদিক ছিলেন। সম্প্রতি ধান কেনা এবং জমি দুর্নীতি নিয়ে পরপর বেশ কয়েকটি খবর করেন তিনি। রাঘবেন্দ্রর বাড়ির লোকের অভিযোগ, কিছুদিন ধরেই তাঁর কাছে হুমকি ফোন আসছিল। তাতে অবশ্য় রাঘবেন্দ্র খবর করা বন্ধ করেননি। আর তাতেই সম্ভবত অস্বস্তিতে পড়েছিলেন প্রভাবশালীরা। শনিবার দুপুরে বাইকে চড়ে সীতাপুর-দিল্লি ন্য়াশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন রাঘবেন্দ্র। অভিযোগ, হেমপুর রেলওয়ে ক্রসিংয়ের কাছে, আরেকটি বাইকে চড়ে তাঁকে তাড়া করে দুষ্কৃতীরা।</p>
<p>রাস্তার ওপরই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় রাঘবেন্দ্রকে। বুকে, কাঁধে গুলি খেয়ে লুটিয়ে পড়েন তরুণ সাংবাদিক। হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি তাঁকে। তারপর পেরিয়ে গেছে দুটো দিন। কিন্তু, গ্রেফতারি এখনও শূন্য়। কিন্তু, দুদিন পরও কেন গ্রেফতার করতে পারল না উত্তরপ্রদেশ পুলিশ? উত্তরপ্রদেশে এই কি সংবাদমাধ্য়মের স্বাধীনতা? খুন করে সংবাদমাধ্য়মের কণ্ঠরোধ করা হবে? সত্য়ি প্রকাশ করাটা অপরাধ? জবাব দেবে যোগী সরকার? </p>
Source link
দুর্নীতি নিয়ে খবর করে ‘খুন’, তরুণ সাংবাদিককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা !

+ There are no comments
Add yours