NOW READING:
Donald Trump On Bangladesh: ‘মোদীই দেখে নেবেন…’, বাংলাদেশ প্রসঙ্গে ইউনূসকে চাপে ফেললেন ট্রাম্প!
February 14, 2025

Donald Trump On Bangladesh: ‘মোদীই দেখে নেবেন…’, বাংলাদেশ প্রসঙ্গে ইউনূসকে চাপে ফেললেন ট্রাম্প!

Donald Trump On Bangladesh: ‘মোদীই দেখে নেবেন…’, বাংলাদেশ প্রসঙ্গে ইউনূসকে চাপে ফেললেন ট্রাম্প!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ ইস্যু ভারতের উপরেই ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা বাংলাদেশ ইস্যুতে নাক গলাবে না। বাংলাদেশ ইস্যুতে মোদীকে ফ্রি হ্যান্ড ট্রাম্পের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করবে না আমেরিকা, তা এক প্রকার স্পষ্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এবার কি কড়া হবে মোদী সরকার? এখনও কড়া না হলে, আর কবে?

আরও পড়ুন, World’s most beautiful twins: মাত্র ৭ বছর বয়সে এরাই ছিলেন বিশ্বের সেরা সুন্দরী যমজ! এখন তাদের কী অবস্থা?

প্রেসিডেন্ট ইলেকশনের আগেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ট্রাম্প। ইউনূস সরকারের আমলে সে দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে বারবার। রাজনৈতিক দিক থেকে অস্থির বাংলাদেশ নিয়ে এবার মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট। ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনার নানা বিষয় ছাড়াও ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সঙ্কট নিয়ে প্রশ্ন করা হয়। তখনই অকপটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি বাংলাদেশের বিষয়টা প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দিলাম।’

পাশাপাশি বাংলাদেশে যে সংকট চলছে তা নিয়ে ট্রাম্পের দাবি, ওই দেশের পরিস্থিতির জন্য আমেরিকার কোনও ভূমিকা নেই। হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন মহম্মদ ইউনূস। তবে ট্রাম্পের এই ইঙ্গিতের পর তা যে মোটেই সহজ হবে না সেকথা স্পষ্ট। এদিকে আগস্ট মাসে সরকারবিরোধী বিশাল বিক্ষোভের মুখে পদচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা হলেও অবনতি হয়েছে।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে ভারত-মার্কিন শুল্ক-যুদ্ধে চিঁড়ে কি ভিজল? বাণিজ্যে দর কষাকষিতে চ্যালেঞ্জ বহাল। শুল্কে অনড় ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে পারস্পরিক শুল্কের ঘোষণা। ভারত বেশি শুল্ক নিলে আমেরিকাও নেবে। মোদীকে পাশে নিয়েই ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। 

উল্লেখ্য, ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে মেগা বৈঠক নরেন্দ্র মোদীর। বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বিষয়ে কথা। বাণিজ্য, মহাকাশ গবেষণা নিয়ে আলোচনা। শিল্প, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা নিয়েও কথা। সন্ত্রাস মোকাবিলায় একজোট হয়ে কাজ করার বার্তা মোদী-ট্রাম্পের। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বার্তা নমোর। ২০৩০-এর মধ্যে বাণিজ্যিক লেনদেন দ্বিগুণ করার বার্তা দিয়ে মোদী বলেন, দু’দেশের বাণিজ্যিক লেনদেন পাঁচশ বিলিয়ন ডলারে পৌছবে। ইন্দো-প্যাসিফিক এলাকায় শান্তি বজায় রাখা নিয়েও ট্রাম্প-মোদী কথা। ইতিমধ্যেই ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা-স্লোগান দিয়েছেন। সেই সুরেই মোদীর মেক ইন্ডিয়া গ্রেট এগেইন বা মিগা স্লোগান। 

আরও পড়ুন, Terrible Bus Accident: ভয়ংকর! রাস্তার একদল পথচারীদের উপর চালিয়ে দিল মিনি ট্রাক….

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link